রাশিয়ার সহযোগিতায় মঙ্গলবার ইরানের উৎক্ষেপণ করা দুটি দেশীয়ভাবে তৈরি উপগ্রহ সংকেত পাঠানো শুরু করেছে। এতে বোঝা যাচ্ছে, উপগ্রহ দুটি নিখুঁত অবস্থায় কক্ষপথে সঠিকভাবে পরিক্রমণ করছে
দুটি স্যাটেলাইট তৈরি ও উৎক্ষেপণ করেছে ইরানি বেসরকারি কোম্পানি ওমিদফাজার। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হোসেইন শাহরাবি বলেছেন, সংকেতপ্রাপ্তির বিভিন্ন অর্থ রয়েছে। প্রথমত, উৎক্ষেপণটি সম্পূর্ণভাবে সফল হয়েছে। দ্বিতীয়ত, স্যাটেলাইটটি অপারেশনযোগ্য হয়েছে এবং এটি ক্যারিয়ার থেকে সফলভাবে বিচ্ছিন্ন হয়েছে।
কওসার এবং হুদহুদ উপগ্রহ দুটি মঙ্গলবার ভোরে সয়ুজ রকেট ক্যারিয়ার ব্যবহার করে পূর্ব রাশিয়া থেকে মহাকাশে উৎক্ষেপণ করা হয়। সফলভাবে পৃথিবীর ৫০০ কিলোমিটার কক্ষপথে এটি স্থাপন করা হয়। সূত্র: মেহর নিউজ
আপনার মতামত লিখুন :