শিরোনাম
◈ কী হয়েছিল জেনেভা বিমানবন্দরে আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে? ভিডিও ◈ হিলি স্থলবন্দরে একদিনেই এলো ১৮০০ মেট্রিক টন আলু, কিছুটা কমেছে দাম ◈ এমবাপ্পেকে ছাড়াই নেশন্স লিগের জন্য দল ঘোষণা করলো ফ্রান্স ◈ তৃণমূল থেকে ক্রিকেটার বের করার লক্ষ্যে জিয়া টুর্নামেন্ট সোমবার শুরু ◈ ইংলিশ ক্রিকেটার অ্যান্ডারসক কেন ৪২ বছর বয়সে আইপিএলে নাম দিলেন? ◈ বাংলাদেশ সফরে সিরিজের জন্য আয়ারল্যান্ডের দল ঘোষণা ◈ পটপরিবর্তনের পর সরকার থেকে আমার কাছে দিকনির্দেশনা চাওয়া হয়: বুলবুল ◈ পরিকল্পিতভাবে এজলাসে বিশৃঙ্খলার সৃষ্টি করা হয়েছে: আইনজীবী (ভিডিও) ◈ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার ব্যবসা বন্ধ হওয়া দরকার: ব্যারিস্টার ফুয়াদ ◈ নারী ফুটবলারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৪, ১২:৫৩ রাত
আপডেট : ০৮ নভেম্বর, ২০২৪, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেসিসের নতুন সভাপতি রাশিদুল হাসান

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) নতুন সভাপতি হলেন এম রাশিদুল হাসান এবং জ্যেষ্ঠ সহ-সভাপতি হয়েছেন মোস্তাফিজুর রহমান সোহেল। সম্প্রতি সভাপতির পদ থেকে রাসেল টি আহমেদ এবং সহ-সভাপতি (অর্থ) পদ থেকে ইকবাল আহমেদ ফখরুল হাসান পদত্যাগ করলে এ দুটি পদ শূন্য হয়।

গতকাল বুধবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত বেসিস নির্বাহী পরিষদের জরুরি সভায় (৩৩২তম সভা) বর্তমান নির্বাহী পরিষদ (২০২৪-২৬) সদস্যদের মধ্য থেকে জ্যেষ্ঠ সহ-সভাপতি এম রাশিদুল হাসানকে সভাপতি পদে, পরিচালক মো. মোস্তাফিজুর রহমান সোহেলকে জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে এবং পরিচালক এম আসিফ রহমানকে সহ-সভাপতি (অর্থ) পদে নির্বাচিত করা হয়েছে। সদস্যদের ভোটে নির্বাচিত নির্বাহী পরিষদ সদস্যদের বাইরে আপাতত কাউকে কো-অপ্ট ছাড়াই সব কার্যক্রম যথারীতি পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বেসিস নির্বাহী পরিষদ।

উল্লেখ্য, বেসিস নির্বাহী পরিষদ গত ২০ অক্টোবর বেসিস সংঘবিধি সংশোধন ও সংস্কার কাজগুলো সম্পন্ন করে দায়িত্ব হস্তান্তর করা উচিত? নাকি নির্বাহী কমিটির সদস্যরা একযোগে পদত্যাগ করা উচিত? এ বিষয়ে সদস্যদের মতামত চেয়ে অটোমেটেড ভোটিংয়ের উদ্যোগ নেয়। এতে অংশ নেয়া ৫৯৪ জন সদস্যের মধ্যে ৭৭.২৭ শতাংশ সংস্কার কাজগুলো সদস্যদের সঙ্গে নিয়ে সম্পন্ন করে নির্বাচন আয়োজনের পক্ষে মতামত দিয়েছেন এবং ২২.৭২ শতাংশ মতামত দেন বর্তমান ইসির এখনই পদত্যাগ করা উচিত এর পক্ষে।

সদস্যদের মতামতের ভিত্তিতে বেসিসের নিয়মিত কার্যক্রম ও এর সদস্যদের স্বার্থরক্ষায় প্রতিশ্রুত সংস্কার কাজগুলো সাধ্যমতো সম্পন্ন করে আগামী ৬ মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে নির্বাহী পরিষদের দায়িত্ব হস্তান্তরের বিষয়ে একমত হয়েছে বর্তমান নির্বাহী পরিষদ।

এম রশিদুল হাসান তিন দশকেরও বেশি সময় ধরে তথ্যপ্রযুক্তি খাতে প্রশংসনীয় অবদান রেখে চলেছেন। ২০০১ সালে তিনি সিসটেক ডিজিটাল লিমিটেড প্রতিষ্ঠা করেন, বর্তমানে তিনি এর প্রধান নির্বাহী কর্মকর্তা। এছাড়াও তিনি সিসটেক ডিজিটাল জাপান ইনক, সিসটেক ডিজিটাল ইউকে লিমিটেডের মতো প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। বেসিসে তিনি জয়েন্ট সেক্রেটারি জেনারেল, ভাইস প্রেসিডেন্ট ও সিনিয়র ভাইস প্রেসিডেন্টসহ বিভিন্ন পদে একাধিক মেয়াদে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া জ্যেষ্ঠ সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সোহেল বাংলাদেশের একজন সুপরিচিত আইসিটি উদ্যোক্তা। প্রযুক্তি, অর্থনীতি এবং ব্যবস্থাপনার ক্ষেত্রে দুই দশকের অভিজ্ঞতাসম্পন্ন সোহেল বিভিন্ন দেশে সফটওয়্যার ব্যবসার সঙ্গে জড়িত। তিনি বাংলাদেশে প্রথমবারের মতো ডিজিটাল কমার্স নীতিমালা প্রণয়নে বেসরকারি খাতকে নেতৃত্ব দিয়েছেন। তিনি বেসিসের ২০১৪-১৬ সালের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ২০১৬-১৮ ও ২০২২-২৩ মেয়াদে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়