শিরোনাম
◈ আরেক দফা বাড়ছে নীতি সুদহার, বাড়বে সব ধরনের সুদ ◈ লন্ডনে আলিশান বাড়িতেই আছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান, আমিরাতে আরও ৩০০ বাড়ির সন্ধান (ভিডিও) ◈ গাজাফেরত অনেক ইসরায়েলি সেনা আত্মহত্যা করছেন, ভুগছেন অবসাদে: সিএনএন-এর প্রতিবেদন ◈ বদলে গেল ট্রাস্ট ব্যাংকের নাম ◈ ২৫২ জন এসআইকে অব্যাহতি, ২০ বছর পর হলেও চাকরি ফেরত পাবেন তারা : আশরাফুল খোকন ◈ হাফ ভাড়া নিয়ে বিতণ্ডা, ৩০ বাস আটকালো ঢাকা কলেজ শিক্ষার্থীরা ◈ শেখ হাসিনার পদত্যাগ প্রসঙ্গ নতুন করে তোলা সন্দেহজনক : নজরুল ইসলাম খান ◈ যে কারণে ২৫২ এসআইকে অব্যাহতি দেয়া হল, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ রাষ্ট্রপতির পদত‍্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে আন্দোলনকারীরা (ভিডিও) ◈ সাগরে নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে সতর্কতা সংকেত

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৪, ০৮:৩৬ রাত
আপডেট : ০৪ অক্টোবর, ২০২৪, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বব্যাপী উইন্ডোজ বিভ্রাটের কারণ জানালো ক্রাউডস্ট্রাইক

শিমুল চৌধুরী ধ্রুব: [২] শুক্রবার বিশ্বজুড়ে প্রায় ৮৫ লাখ উইন্ডোজ ডিভাইস অচল হয়ে পড়লে এয়ারলাইন, স্বাস্থ্যসেবাসহ স্থবিরতা নেমে আসে গুরুত্বপূর্ণ অনেক সেক্টরে। সারা বিশ্বে ৯ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল হয়ে যায়। এয়ারপোর্টগুলোতে বাড়তে থাকে অপেক্ষমাণ যাত্রীদের ভিড়। এমনকি লন্ডন স্টক এক্সচেঞ্জও বাদ পরেনি বাদ পড়েনি উইন্ডোজ বিভ্রাটের প্রভাব থেকে। ‘ব্লু স্ক্রিন অব ডেথ’ নামের এই বিভ্রাটে রীতিমতো তোলপাড় শুরু হয় বিশ্বজুড়ে। এই বিভ্রাটের পেছনে কারণ কী ছিল সেটাই এবার জানিয়েছে সাইবার নিরাপত্তা প্রদানকারী সংস্থা ক্রাউডস্ট্রাইক। সূত্র: এনগেজেট

[৩] ক্রাউডস্ট্রাইক সম্প্রতি জানিয়েছে যে, ‘তাদের ত্রুটিপূর্ণ সফটওয়্যার আপডেটের কারণেই মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেম-ভিত্তিক এতোগুলো ডিভাইস অকেজো হয়ে পড়ে। ক্রাউডস্ট্রাইক-এর সাম্প্রতিক ২টি আপডেটের মধ্যে একটি হলো কন্টেন্ট ভ্যালিডেটর- যার মধ্যে ত্রুটিপূর্ণ ডেটা বা ‘বাগ’ থাকা সত্ত্বেও সেটা পাবলিশ হওয়ার ছাড়পত্র পেয়ে যায়। তবে ভবিষ্যতে এই ধরনের ভুল যাতে না হয় সেজন্য অনেকগুলো পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছে প্রতিষ্ঠানটি। সূত্র: সিএনএন

[৪] ‘ব্লু স্ক্রিন অব ডেথ’ হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজের বড় এররগুলোর মধ্যে একটি। কোনও ডিভাইসে এই এররটি দেখা দেওয়ার মানেই হলো সিস্টেম ক্রাশ। অর্থাৎ ডিভাইসটি আর নিরাপদে ব্যবহারের জন্য উপযুক্ত নয়। ক্রাউডস্ট্রাইক-এর ত্রুটিপূর্ণ আপডেট নেয়ার পর উইন্ডোজ ডিভাইসগুলো বুট লুপে চলে যায়। এই সমস্যা সমাধানের জন্য ডিভাইসগুলোর লোকাল অ্যাক্সেস জরুরি হয়ে পড়ে। 

[৫] বিশ্বব্যাপী এই প্রযুক্তি বিভ্রাট শুরু হওয়ার পর প্রায় এক সপ্তাহ অতিবাহিত হতে চললো, কিন্তু এখনও সব প্রতিষ্ঠানে কার্যক্রম স্বাভাবিক হয়নি। ভবিষ্যতে এই ধরনের সমস্যা এড়ানোর জন্য ক্রাউডস্ট্রাইক এখন থেকে র‌্যাপিড রেসপন্স কন্টেন্টের টেস্টিং আরও পুঙ্খানুপুঙ্খভাবে করার নিশ্চয়তা দিয়েছে। এছাড়া কোন আপডেটকে ছাড়পত্র দেওয়ার আগে অনেক বেশি সতর্ক থাকার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে প্রযুক্তি বিশ্লেষকদের মতে, শুরু থেকেই এই সতর্কতাগুলো অবলম্বন করা উচিত ছিল ক্রাউডস্ট্রাইকের।সম্পাদনা: সমর চক্রবর্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়