শিরোনাম
◈ প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম ◈ ইসরাইলিদের আল-আকসা মসজিদ ধ্বংস করার গুঞ্জন, ফিলিস্তিনের সতর্কবার্তা ◈ শেখ মুজিবের ছবি অপসারণের ঘটনায় শিক্ষার্থী বহিষ্কার, ছাত্রদলের প্রতিবাদ ◈ বড় হারে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন  ◈ জ্বালানির চাহিদা মেটাতে নতুন বিনিয়োগ খুঁচছে সরকার  ◈ ঢাকায় ফিরলেন যুক্তরাষ্ট্র থেকে অবৈধ বাংলাদেশি অভিবাসীরা ◈ প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিল নারীবিষয়ক সংস্কার কমিশন ◈ ইজিবাইকসহ অপহরণকৃত চালককে উদ্ধার করেছে নৌবাহিনী ◈ হামজা চৌধুরী‌কে দেখে সামিত শোম বললেন, আমি বাংলা‌দে‌শের হ‌য়ে খেল‌তে আগ্রহী, পাসপোর্ট করছি ◈ রোববার প্রথম টে‌স্টে বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে মু‌খোমু‌খি, না‌হিদ রানা‌কে ভয় পা‌চ্ছে সফরকারীরা 

প্রকাশিত : ২২ জুলাই, ২০২৪, ০৪:৪৪ দুপুর
আপডেট : ০৯ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরক্তিকর স্প্যাম কল থেকে মুক্তি পাওয়ার সহজ উপায়

মোবাইল ফোন ব্যবহার করেন অথচ স্প্যাম কল রিসিভ করেননি এমন কাউকে সেই অর্থে খুঁজে পাওয়া যাবে না। স্মার্ট ফোন হোক বা সাধারণ ফিচার ফোন, স্প্যার্ম কল (Spam Call)-এর কারণে অনেকেই সমস্যায় পড়েন। কাস্টমার কেয়ার সার্ভিস, জীবনবিমা, ক্রেডিট কার্ড পরিষেবা প্রভৃতি জায়গা থেকে ফোন আসে, যা সাধারণত কাজের থেকে অকাজেরই বেশি হয়।  

মূলত বিভিন্ন সংস্থা তাদের পণ্য অথবা সার্ভিস বিক্রি করার জন্য অথবা প্রচার করার জন্য এই ধরনের স্প্যাম কল করে থাকেন। তবে যাই হোক, এই স্প্যাম কল থেকে মুক্তির রাস্তা খোঁজেন সবাই। কীভাবে নিজের ফোন থেকে স্প্যাম কল থেকে মুক্তি পাবেন? 

স্প্যাম কল থেকে মুক্তির জন্য একাধিক উপায় রয়েছে। বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ যেমন রয়েছে তেমনই ফোনের বেশ কিছু অপশনের মাধ্যমে স্প্যাম কল বন্ধ করতে পারবেন। এরমধ্যে একটি অপশন হলো কল ফরওয়ার্ড সার্ভিস এবং কল ব্যারিং ফিচার।

স্প্যাম কল বন্ধ করার জন্য কল ফরওয়ার্ডিং সার্ভিস চালু -
১) প্রথমে ফোনের সেটিংস অপশন ওপেন করুন।

২) এরপর কল ফরওয়ার্ডিং অপশন খুঁজে বের করুন।

৩) কল ফরওয়ার্ডিং অপশনে আলাদা আলাদা তিনটি অপশন পাবেন।

৪) অলওয়েজ ফরওয়ার্ড, ফরওয়ার্ড হোয়েন বিজি, ফরওয়ার্ড হোয়েন আনঅ্যাটেন্ডেড। সেখান থেকে অলওয়েজ ফরওয়ার্ড অপশনটি সিলেক্ট করুন।

কল ব্যারিং ফিচার চালু করতে পারেন-
১) প্রথমে ফোনের কল সেটিংস অপশনটি ওপেন করুন।

২) সেখান থেকে অল ইনকামিং কলস অপশটি চালু করুন। ওই অপশনটি ওপেন করলেই পাসওয়ার্ড দিতে হবে। বেশিরভাগ ফোনে ০০০০ অথবা ১২৩৪ পাসওয়ার্ড দিতে হবে। এরপর টার্ন অন করুন। সূত্র : যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়