শিরোনাম
◈ আগামী রমজানের আগেই নির্বাচন চায় জামায়াতে ইসলামি (ভিডিও) ◈ জুলাই গণআন্দোলনের সময় কানাডার সাফারি পার্কে আ‌য়ে‌শি সময় কাটান, কী ব্যাখ্যা দিলেন সাকিব? ◈ রূপপুর ঋণ: ১৬৪ মিলিয়ন ডলার জরিমানা মাফ ◈ বিশ হাজার  ইয়াবাসহ এক মাদক কারবারি  ◈ পা‌কিস্তান সুপার লি‌গের সর্বোচ্চ উইকেটশিকারির ক্যাপ বাংলা‌দে‌শের রিশাদের মাথায় ◈ রাজশাহীতে রেল ও সড়ক অবরোধ: পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবিতে বিক্ষোভ, ট্রেন চলাচল বন্ধ ◈ যে যাই বলুক জুনের পরে নির্বাচন যাবে না: আইন উপদেষ্টা (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় আমরা সন্তুষ্ট নই, ডিসেম্বর কাট অফ টাইম: মির্জা ফখরুল (ভিডিও) ◈ চীনা পণ্যে শুল্ক বাড়িয়ে ২৪৫ শতাংশ করলেন ট্রাম্প ◈ দেশের ৩৫ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান চলছে

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৪, ০৫:২৫ বিকাল
আপডেট : ০৭ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সহযোগিতা না করলে ফেসবুক-ইউটিউবের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার: পলক

আনিস তপন: [২] মঙ্গলবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত বিএসআরএফ সংলাপে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

[৩] বিএসআরএফ-এর সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব।

[৪] দেশে গুজব ছড়িয়ে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করার জন্য অপতৎপরতা চলছে জানিয়ে প্রতিমন্ত্রী  বলেন, আমরা এ ব্যাপারে সকলকে সজাগ থাকার অনুরোধ করবো। পাশাপাশি ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকেও অনুরোধ করব তারা যাতে বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকেন, ধর্মীয় অনুভূতি এবং রাষ্ট্রীয় নিরাপত্তার কথা বিবেচনা করে আমাদের ছাত্র-ছাত্রী দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যেন কোন ধরনের মিথ্যা গুজবকে তারা প্রশ্রয় না দেয়।

[৫] তিনি বলেন, এ ধরনের মিথ্যা অপপ্রচার গুজবকে যাতে তারা প্রশ্রয় না দেয়, এ ধরনের মিথ্যা অপপ্রচার  গুজবকে প্রতিরোধ করার জন্য সরকারকে যাতে সহযোগিতা করে। তাদের কাছ থেকে আমরা যদি সহযোগিতা না পাই, তাদের বিরুদ্ধেও সরকার কঠোর আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবে।

[৬] সাংবাদিকদের অপর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এটা যে ব্যক্তি বা যে প্রতিষ্ঠানই হোক না কেন, তাদের অবশ্যই বাংলাদেশের প্রতি, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের চেতনা- এগুলোকে সমুন্নত রাখা উচিত। সম্পাদনা: সমর চক্রবর্তী

এটি/এসসি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়