শিরোনাম
◈ ঢাকায় ‘র’ এর স্টেশন চীফ কে, জানালেন সাংবাদিক জুলকারনাইন ◈ আয়তন বাড়ছে বাংলাদেশের: গত ৩৬ বছরে শুধু সন্দ্বীপের আশপাশে ভূমি বেড়েছে ৪৭৫ বর্গকিলোমিটার ◈ আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ◈ আশুগঞ্জের ‍তরুণ রাশিয়ার হয়ে যুদ্ধে, খবর এলো মৃত্যুর ◈ ৬ মাসের শিশু রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ◈ অনার্স পড়ুয়া ভাগ্নের প্রেমে পালালেন মামি, সন্তান ও স্বর্ণালঙ্কারসহ উধাও ◈ যুক্তরাষ্ট্রে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল, এআই নিরীক্ষায় ভারতীয় ও বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ◈ শনিবার থেকে গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল ◈ আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কক্সবাজার-মহেশখালী নৌ রুটে সী ট্রাক চালু: পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৫, ০৫:১২ বিকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওড়ার সময় বিমানের জানালা যে কারণে খোলা রাখা হয়!

বিমানে বসে মেঘের রাজ্যে কে না হারাতে চায়। দুচোখ ভরে অপরূপ সৌন্দর্য দেখতে জানালার পাশের সিট খুঁজে ফেরেন অনেকে। কিন্তু আপনি কি জানেন, যাত্রীদের পরিবেশ উপভোগ ছাড়াও আরেকটি কারণে জানালা খুলে দেওয়া হয়। কোনো যাত্রী না চাইলে ঢাকনা সরিয়ে দিতে অনুরোধও করা হয়।

ভারতের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার কর্নেল রাজাগোপালনের বরাতে দেশটির গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, বিমান ওড়ার বা অবতরণের সময়ে জানলার ঢাকনা সরাতে বলা হয় যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই।

তবে খোলা জানলার সঙ্গে যাত্রী নিরাপত্তার সম্পর্ক কী? রাজাগোপালান বলেছেন, ‘একে বলা হয় ‘সিচুয়েশনাল অ্যাওয়ারনেস অ্যান্ড ওরিয়েন্টেশন’। অর্থাৎ চারপাশে যা ঘটছে সেই পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকা। যা বিমানের যাত্রী এবং ক্রু সদস্য—উভয়ের জন্যই জরুরি। জানলার ঢাকনা, যাকে বিমানে ‘ব্লাইন্ড’ বলা হয়, তা খোলা থাকলে বাইরের পরিস্থিতিতে নজর রাখা সম্ভব হবে। যাত্রীদের জন্য তো বটেই, ক্রু সদস্যদের জন্যও যা জরুরি।’

গত দুই দশক যত বিমান দুর্ঘটনা ঘটেছে তার অধিকাংশ বিমানের ওড়ার এবং অবতরণের সময়ে। রাজাগোপালন বলছেন, ‘তার কারণ, বিমান ওড়া এবং অবতরণ বিমান চালনার অন্যতম জটিল পদ্ধতি। ওই সময়ে বিমানের ক্রু-সদস্যদের দেওয়া তথ্যের ভিত্তিতেই বিমানের গতি, দিকনির্ণয় এবং বিমান চালনার ক্ষেত্রে নানা প্রযুক্তিগত বদল আনা হয়। জানালা খোলা থাকলে বাইরের আলোর সঙ্গে অভ্যস্ত হবে চোখ। কোনও গণ্ডগোল হলে, তা সহজে এবং সময় থাকতে চোখে পড়বে।’

তা ছাড়া বিমানের ডানায় আগুন ধরে যাওয়ার মতো ঘটনাও জানলা দিয়ে দেখতে পাওয়া যাবে। সে ক্ষেত্রে যাত্রীরাও বুঝতে পারবেন, আপৎকালীন পরিস্থিতিতে বিমানের কোন অংশ নিরাপদ। কোন আপৎকালীন দরজা দিয়ে তারা নিরাপদে বাইরে বেরোতে পারবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়