শিরোনাম
◈ শিবির নেতার ওপর হামলা, ছাত্রদলকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বার্তা ◈ পশ্চিমতীরে তীব্র অভিযানের নির্দেশ নেতানিয়াহুর ◈ চ্যাম্পিয়নস ট্রফি, আফগানিস্তানকে ১০৭ রানে হারালো দক্ষিণ আফ্রিকা ◈ স্ত্রীর সামনে ফিল্মি স্টাইলে যুবদল কর্মীকে কু.পিয়ে হত্যা ◈ সৌদি আরবে কর্মী পাঠানোয় রেকর্ড হলেও রেমিট্যান্স আয়ে পতন কেন? ◈ কুয়েট উপাচার্যের বাসভবনে তালা দিলেন শিক্ষার্থীরা ◈ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি শায়খ আহমাদুল্লার খোলা চিঠি ◈ খিলগাঁওয়ে স মিলে আগুন, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে (ভিডিও) ◈ বাংলাদেশ যেন সন্ত্রাসবাদকে স্বাভাবিক বিষয় হিসেবে না দেখে: ভারত ◈ ১৮’র ভোটের এসপিদেরও ওএসডি-বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে : উপদেষ্টা আসিফ মাহমুদ

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৩৯ দুপুর
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আয়নাঘরের সেই ইলেকট্রিক চেয়ার নিয়ে যত আলোচনা!

আয়নাঘরের সেই ইলেকট্রিক চেয়ার নিয়ে সমাজমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। সেই ইলেকট্রিক চেয়ারে জনপ্রিয় ইসলামি আলোচক রফিকুল ইসলাম মাদানিকে বসানো হয়েছিল বলে তিনি নিজেই দাবি করেছেন। তবে যারা আয়নাঘর ঘুরে এসেছেন, তারা বলছেন, সেটিকে প্রথমে অনেকেই ইলেকট্রিক শক চেয়ার ভেবে ভুল করেছেন।

মূলত এটাতে হাত-পা মাথায় বেঁধে জোরে ঘুরানো হতো। আর এটা ইলেকট্রিক, তার প্রমাণ আছে- এটার সঙ্গে লাগানো তারের লেজ ছিল। মানে তার কেটে ফেলার পরও কিছু তার রয়ে গেছে।

যেহেতু রিভলভিং চেয়ার শাস্তির সঙ্গে পরিচিত না, তাই অনেকে এটাকে ইলেকট্রিক শক দেওয়ার চেয়ার ভেবেছেন। জানা গেছে, গুম কমিশন এই চেয়ারটা অনেক কষ্ট করে খুঁজে পেয়েছে। এটা লুকানো ছিল। কেউ কেউ বলছেন, এটি ইলেকট্রিক চেয়ার না। এই চেয়ারে বসিয়ে ভুক্তভোগীকে শক দেওয়া হতো না। এটি রিভলভিং চেয়ার, নিচে মোটর ফিট করা (একটা ভিডিও ছড়িয়ে পড়েছে যে চেয়ারটি ঘোরে)।

ভুক্তভোগীকে এই চেয়ারে বসিয়ে তার হাত-পা আটকিয়ে মোটরের সাহায্যে ফ্যানের মতো ঘুরিয়ে শাস্তি দেওয়া হতো। একটু খেয়াল করলে দেখা যায়- চেয়ারের নিচে হুকের মতো আছে।

এতে নাট-বল্টুর সাহায্যে ফ্লোরে আটকে রাখা হতো। আয়নাঘর নামে পরিচিত গোপন বন্দিশালাগুলোর মধ্যে তিনটি পরিদর্শনের পর এগুলোকে ‘ভয়াবহ ও অবিশ্বাস্য’ বলে বর্ণনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমকর্মী এবং কয়েকজন উপদেষ্টাকে সঙ্গে নিয়ে তিনি ‘আয়না ঘর’ পরিদর্শন করেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়