শিরোনাম
◈ মাসে অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলার গুনতে হবে মার্কিন শুল্ক থাকলে  ◈ ভারতের সঙ্গে কাশ্মীর নিয়ে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান ◈ মেরে না ফেলা পর্যন্ত ভারত, ‘র’ আর আ.লীগের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ ◈ ‘চীন সরকারের হাসপাতাল নীলফামারীতে হবে’ ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা ◈ বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ নিয়ে তিতাসের সতর্কবার্তা ◈ দেশের বাজারে আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ ◈ প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি - বিএনপি ◈ প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতনস্কেলের প্রস্তাব বাস্তবায়নে কাজ চলছে: গণশিক্ষা উপদেষ্টা ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৪, ১২:১৬ রাত
আপডেট : ১৫ মার্চ, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অদ্ভুত এক চোর !

একজন নারী আকস্মিকভাবে দেখলেন তার বাড়ির দরজা ভেঙে ভিতরে চোর ঢুকেছে। তার কেনাকাটা করে রাখা জিনিসপত্র সুন্দর করে সাজিয়ে রেখেছে। খাবার রান্না  করে স্টোভের ওপর সাজানো। ১৬ই জুলাই মনমাউথশায়ারে অস্বাভাবিক এই চুরির জন্য কার্ডিফ কাউন কোর্ট বৃহস্পতিবার ২২ মাসের জেল দিয়েছে দামিয়েন উওজনিলোউইজ (৩৬)কে।

ওই বাড়ির মালিক বলেছেন, তিনি কাজ থেকে ফেরার পর বাড়ির এমন অবস্থা দেখে ভয় পেয়ে গিয়েছিলেন। দেখতে পেয়েছেন কাপড়চোপড় সব বাগানে ঝুলছে। তার রিসাইক্লিং বিন একেবারে ফাঁকা। চোরে তার উদ্দেশে একটি নোট লিখে গেছে। তাতে লিখেছে- উদ্বিগ্ন হবেন না। খুশি থাকুন। খাবার খান। 

আদালতের শুনানিতে বলা হয়েছে, পাখির খাবারের পাত্র পরিপূর্ণ করা হয়েছে। গাছের টব সরিয়ে রাখা হয়েছিল। প্যাকেট থেকে একজোড়া জুতা খুলে রাখা হয়েছিল। প্যাকেটটি রেখে দেয়া হয়েছিল রিসাইক্লিং বিনে। প্রসিকিউটর অ্যালিস সিকেস বলেছেন, ওই নারীর ঘরে থাকা জিনিসপত্র দিয়ে খাবার রান্না করে রেখেছিল।

কেনাকাটা করা জিনিসপত্র একটি ব্যাগ থেকে বের করে সাজিয়ে রাখা হয়েছিল। কিছু ফ্রিজে সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছিল।  রান্নাঘর থেকে বাসনপত্র বিনে সরিয়ে রাখা হয়েছিল। শপিং ব্যাগ থেকে নতুনগুলো বের করে সাজিয়ে রাখা হয়েছিল। নতুন টুথব্রাশ রাখা হয়েছিল। ওয়াইনের একটি খালি বোতল রাখা হয়েছিল খালি বোতল রাখার একটি র‌্যাকে। মেঝে ঝাড়ু দিয়ে রাখা হয়েছিল। বাড়ির মালিক দেখতে পেয়েছেন একটি ওয়াইনের লাল বোতল রাখা হয়েছে একটি গ্লাস ও বোতল ওপেনারের কাছে। লিভিংরুমের টেবিলে সাজিয়ে রাখা হয়েছে এক গামলা মিষ্টি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়