শিরোনাম
◈ সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা, যে সব বিষয় নিয়ে হতে পারে আলোচনা  ◈ ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার গ্রেফতার ◈ ঘূর্ণিঝড় ‌‘ডানা’ নিয়ে সর্বশেষ যা জানা গেলো ◈ রাষ্ট্রদ্রোহ মামলায় পল্লী বিদ্যুতের ৬ কর্মকর্তা রিমান্ডে ◈ নির্বাচন নিয়ে আসিফ নজরুলের বক্তব্য সরকারের বক্তব্য নয়: ধর্ম উপদেষ্টা ◈ হাওরে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার ◈ ২০২৬ সালের মধ্যেই দেশের প্রথম পাতাল রেল চালু করতে চায় কর্তৃপক্ষ (ভিডিও) ◈ জাতীয় মসজিদের নতুন খতিবকে নিয়ে শায়খ আহমাদুল্লাহর মন্তব্য ভাইরাল ◈ শেখ হাসিনাকে কোন প্রক্রিয়ায় ফেরত আনা হবে, জানালেন আইন উপদেষ্টা আসিফ নজরুল (ভিডিও) ◈ এতো দাম দেখে অবচেতনমনেই বলে ফেলি আগেই ভালো ছিলাম : হাসনাত আব্দুল্লাহ (ভিডিও)

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:৪৮ রাত
আপডেট : ১৫ অক্টোবর, ২০২৪, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পর্নো সাইটে গণিতের ক্লাস, বছরে আয় ২ কোটি রুপি !

মিজান : কোভিড-১৯ মহামারির সময় থেকেই অনলাইনে দেশে বিদেশে শিক্ষা ব্যবস্থা জনপ্রিয়তা অর্জন করেছে। শিক্ষার ক্ষেত্রে জনপ্রিয় অ্যাপ হিসেবে ব্যবহার করা হয় ইউটিউব এবং স্মার্টফোনের বিভিন্ন অ্যাপ। তাছাড়া অনলাইনে আছে অনেক অ্যাপ। তাইওয়ানের গণিতের শিক্ষক চ্যাং হসু অনলাইনে গণিত পড়ান। তাকে জনপ্রিয় করতে তিনি একটু ভিন্ন পন্থা অবলম্বন করেছেন।

তিনি এমন একটি পন্থার আশ্রয় নিয়েছেন, যা অনেকে বা কেউই চিন্তাও করেননি। চ্যাং হসু আশ্রয় নিয়েছেন পর্নো বিষয়ক একটি ওয়েবসাইটের। সেখানে তিনি তার প্রচলিত ক্লাসগুলো পোস্ট করেছেন। পর্নো সাইটে শিক্ষার ভিডিও! অনেকের চোখ আকাশে উঠার জো। কিন্তু এসব সাইটে যেসব মানুষ প্রবেশ করেন, তার মধ্যে অনেকে আছেন সুশিক্ষিত।

কেউ অভিভাবক। আবার অনেক শিক্ষার্থীও এতে প্রবেশ করেন। ফলে সহজেই তারা চ্যাং হসুর ভিডিওতে ক্লিক করে বসেন। ক্যালকুলাসের ক্লাস তিনি পোস্ট করেন সেখানে। এর ফলে ভাগ্য খুলে গেছে চ্যাং হসুর। তিনি বছরে সেখান থেকে আয় করেছেন কমপক্ষে দুই কোটি রুপি। এভাবেই তিনি অর্থের বিনিময়ে নিজের ক্লাসকে জনপ্রিয় করেছেন। এ নিয়ে রিপোর্ট করেছে ভারতের অনলাইন জি নিউজ।

এতে বলা হয, চ্যাং হসু গণিতে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেছেন। তার আছে শিক্ষকতায় ১৫ বছরের অভিজ্ঞতা। চেয়েছেন তার অভিজ্ঞতাকে ছড়িয়ে দিতে। ২০২০ সালের মে মাসে তিনি ওই পর্নো সাইটে নিজের ক্যালকুলাস ক্লাসগুলো পোস্ট করা শুরু করেন। দ্রুতই তা মনোযোগ আকর্ষণ করে ব্যবহারকারীদের। এর ফলে তার ওই ভিডিওর ভিউ দাঁড়ায় প্রায় ৩০ লাখ। সাবস্ক্রাইবারের সংখ্যা দাঁড়ায় ১৩ হাজার। 

প্রথমদিকে ইউটিউবে কন্টেন্ট পোস্ট করে দর্শক বাড়ানোর চেষ্টা করেছিলেন ওই শিক্ষক। কিন্তু সেখানে তীব্র প্রতিযোগিতা। ফলে তিনি স্থবির হয়ে পড়েন এক সময়। এমন একটি প্ল্যাটফরম খোঁজেন, যেখানে এ জাতীয় কন্টেন্ট কম আছে বা একেবারেই নেই। ফলে তিনি অনেক ভাবতে ভাবতে বেছে বের করেন একটি পর্নো সাইট। তাতে স্লোগান যুক্ত করেন- ‘প্লে হার্ড, স্টাডি হার্ড’। এতে তিনি নিজের ইউজার নাম ব্যবহার করেন।

ক্যালকুলাসের জটিল বিষয়গুলোতে সহজভাবে উপস্থাপন করেন। ধূসর হুডি এবং গ্লাস পড়ে তিনি ৪০ মিনিটের ক্লাস পোস্ট করেন। এতে প্রতি ভিডিওতে গড়ে ২০ হাজার ভিউ হয়েছে। মজার বিষয় হলো, চ্যাং হসু হিসাব কষে দেখেছেন তার ভিডিও যারা দেখেছেন তার মধ্যে শতকরা কমপক্ষে ৬০ ভাগই বিনোদন পাওয়ার জন্য দেখেছেন। বাকিরা দেখেছেন শিক্ষার জন্য। এর ফলে তিনি অন্য প্রাপ্ত বয়স্কদের ওয়েবসাইটে তার কন্টেন্ট পোস্ট করা শুরু করেন। কিন্তু অনেক প্লাটফর্ম কঠোর বিধিনিষেধ থাকায় তা সরিয়ে ফেলে। তা সত্ত্বেও ওই প্রথম ওয়েবসাইট থেকে তিনি বেশ ভাল পরিমাণ অর্থ কামাচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়