শিরোনাম
◈ প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে: এনবিআর  ◈ জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ মানবিক করিডরের সিদ্ধান্ত সরকারের, আমরা প্রতিহত করবো: নুরুল হক (ভিডিও) ◈ শিক্ষা মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা শিক্ষার্থীদের শ্রেণিমুখী করতে ◈ সেনাবাহিনীকে হামলার বদলা নিতে ‘পূর্ণ স্বাধীনতা’ দিলেন মোদি ◈ মূল সড়কে চলবে না ব্যাটারিচালিত রিকশা ◈ বাংলাদেশি হজযাত্রীদের ফুল দিয়ে বরণ করে নিল সৌদি সরকার  ◈ আজারবাইজানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চান প্রধান উপদেষ্টা ◈ বিদ্যুতের দামে সমতা চায় ডেসকো-ওজোপাডিকো ◈ সারাভারতে বাজছে মুসলমানদের বিরুদ্ধে অসংখ্য ঘৃণাপূর্ণ সঙ্গীত

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৫, ০৬:০৭ বিকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

কাশ্মীরের পেহেলগাম ইস‌্যু‌তে পা‌কিস্তা‌নের সা‌বেক দুই হিন্দু - মুসলমান ক্রিকেটা‌রের কথার লড়াই চল‌ছে 

স্পোর্টস ডেস্ক: কথার লড়াই চল‌ছে পা‌কিস্তা‌নের কিংবদন্তী দুই ক্রিকেটা‌রের ম‌ধ্যে, একজন হিন্দু ধর্মাবলম্বী আ‌রেকজন মুস‌লিম,  সম্প্রতি ভারত শা‌সিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। ভারত সরাসরি এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে। এই উত্তাপ দুই দেশের ক্রিকেট অঙ্গনেও ছড়িয়ে পড়েছে, যেখানে ক্রিকেটারদের মধ্যে পাল্টাপাল্টি মন্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তুলেছে।

এমন পরিস্থিতিতে মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। তিনি পেহেলগামের সন্ত্রাসী হামলার জন্য ভারতের সেনাবাহিনীকেই দায়ী করেছেন। আফ্রিদি বলেন,‘ভারতে পটকা ফাটলেও পাকিস্তানকে দোষারোপ করা হয়। কাশ্মীরে ৮ লাখ সেনা মোতায়েন করেও ভারত এমন ঘটনা ঠেকাতে ব্যর্থ।’ তার অভিযোগ,ভারত নিজেই সন্ত্রাসবাদ লালন করে এবং পাকিস্তানকে দোষারোপ করে আন্তর্জাতিক মহলে নিজেদের ভাবমূর্তি রক্ষা করার চেষ্টা করে।

আফ্রিদির এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তান দলের তার সাবেক সতীর্থ দানিশ কানেরিয়া। আফ্রিদিকে ‘চরমপন্থি’ বলে উল্লেখ করে কানেরিয়া বিস্ফোরক অভিযোগ এনেছেন। তিনি বলেন,‘এই আফ্রিদিই আমায় ইসলাম ধর্ম গ্রহণের জন্য চাপ দিয়েছিল। আমার সঙ্গে খাবার ভাগ করতেও রাজি হয়নি। ওর আচরণ অত্যন্ত অপমানজনক ছিল।

কানেরিয়া আরও যোগ করেন,‘আফ্রিদির মতো একজনের কোনো টেলিভিশন চ্যানেল বা মঞ্চে সুযোগ পাওয়া উচিত নয়। ও সবসময় উসকানিমূলক ও চরমপন্থি দৃষ্টিভঙ্গি প্রকাশ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়