শিরোনাম
◈ বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার হবু বউকে ধর্ষণ ছাত্রদল নেতার! ◈ গণমামলা আর গণআসামির নেপথ্যে চাঁদাবাজি? ◈ সংস্কৃতি উপদেষ্টাকে প্রশ্ন করার জেরে তিন সাংবাদিকের চাকরিচ্যুতি - যা জানা যাচ্ছে ◈ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস ◈ গ্যাস সঙ্কটে ১৬২০ কোটি টাকার এলএনজি আমদানি করছে সরকার ◈ সাংবাদিকতার দায়িত্ব ও নৈতিকতা-বিষয়ক আইন হওয়া প্রয়োজন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ◈ প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে: এনবিআর  ◈ জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ মানবিক করিডরের সিদ্ধান্ত সরকারের, আমরা প্রতিহত করবো: নুরুল হক (ভিডিও) ◈ শিক্ষা মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা শিক্ষার্থীদের শ্রেণিমুখী করতে

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৫, ০৫:২২ বিকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবাহনী-মোহামেডান ম্যাচ: হেরে মেজাজ হারালেন রিয়াদ, পেটাতে গেলেন দর্শককে

আবাহনী-মোহামেডান ম্যাচ মাঠে গড়াবে আর উত্তাপ ছড়াবে না, এমনটা সচরাচর দেখা যায় না। তবে মঙ্গলবারের শিরোপা নির্ধারণী ম্যাচে তেমন কিছুই লক্ষ্য করা যায়নি। মোসাদ্দেক হোসেন এবং মোহাম্মদ মিথুনের দুর্দান্ত ফিফটিতে অনেকটা একপাক্ষিকভাবেই ম্যাচ জিতেছে আবাহনী। তবে ম্যাচ শেষে উত্তেজনা ছড়িয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের এক কাণ্ডে।

ম্যাচ হেরে তখন সতীর্থদের সঙ্গে ড্রেসিংরুমের দিকে এগোচ্ছিলেন রিয়াদ। এসময় গ্যালারি থেকে হঠাৎ করেই 'ভুয়া ভুয়া' বলে দুয়োধ্বনি করা হয় অভিজ্ঞ এই ক্রিকেটারকে উদ্দেশ্য করে। শুধু সেটাই নয়, অশালীন ভাষায় গালিও দেয়া হয় মোহামেডানের ক্রিকেটারদের।

এসব দেখে আর মেজাজ ঠিক রাখতে পারেননি রিয়াদ। স্বভাবত শান্ত এই ক্রিকেটার মেজাজ হারিয়ে তেড়ে যান দর্শকদের দিকে। এসময় গ্র্যান্ড স্ট্যান্ডের ওই দর্শকদের মারতে পর্যন্ত উদ্ধত হয়েছিলন রিয়াদ। তবে সতীর্থ এবং টিম অফিশিয়ালদের হস্তক্ষেপে তাকে থামানো হয় শেষ পর্যন্ত।

রিয়াদের এমন আচরণ মেনে নিতে পারেননি দর্শকরাও। তারাও উত্তেজিত হয়ে ওঠেন রিয়াদের এই ঘটনায়। নিরাপত্তারক্ষী এবং মোহামেডানের টিম অফিশিয়ালরা পরবর্তীতে পরিস্থিতি শান্ত করেন।

পরবর্তীতে পুরস্কার বিতরণীর সময় রানার্স আপের পদক নিতেও আসেননি মোহামেডানের এই তারকা। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়