আবাহনী-মোহামেডান ম্যাচ মাঠে গড়াবে আর উত্তাপ ছড়াবে না, এমনটা সচরাচর দেখা যায় না। তবে মঙ্গলবারের শিরোপা নির্ধারণী ম্যাচে তেমন কিছুই লক্ষ্য করা যায়নি। মোসাদ্দেক হোসেন এবং মোহাম্মদ মিথুনের দুর্দান্ত ফিফটিতে অনেকটা একপাক্ষিকভাবেই ম্যাচ জিতেছে আবাহনী। তবে ম্যাচ শেষে উত্তেজনা ছড়িয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের এক কাণ্ডে।
ম্যাচ হেরে তখন সতীর্থদের সঙ্গে ড্রেসিংরুমের দিকে এগোচ্ছিলেন রিয়াদ। এসময় গ্যালারি থেকে হঠাৎ করেই 'ভুয়া ভুয়া' বলে দুয়োধ্বনি করা হয় অভিজ্ঞ এই ক্রিকেটারকে উদ্দেশ্য করে। শুধু সেটাই নয়, অশালীন ভাষায় গালিও দেয়া হয় মোহামেডানের ক্রিকেটারদের।
এসব দেখে আর মেজাজ ঠিক রাখতে পারেননি রিয়াদ। স্বভাবত শান্ত এই ক্রিকেটার মেজাজ হারিয়ে তেড়ে যান দর্শকদের দিকে। এসময় গ্র্যান্ড স্ট্যান্ডের ওই দর্শকদের মারতে পর্যন্ত উদ্ধত হয়েছিলন রিয়াদ। তবে সতীর্থ এবং টিম অফিশিয়ালদের হস্তক্ষেপে তাকে থামানো হয় শেষ পর্যন্ত।
রিয়াদের এমন আচরণ মেনে নিতে পারেননি দর্শকরাও। তারাও উত্তেজিত হয়ে ওঠেন রিয়াদের এই ঘটনায়। নিরাপত্তারক্ষী এবং মোহামেডানের টিম অফিশিয়ালরা পরবর্তীতে পরিস্থিতি শান্ত করেন।
পরবর্তীতে পুরস্কার বিতরণীর সময় রানার্স আপের পদক নিতেও আসেননি মোহামেডানের এই তারকা। উৎস: সময়নিউজটিভি।