স্পোর্টস ডেস্ক: চা বিরতির পর বেশ নরবড়ে হয়ে পড়েছে হিম্বাবুয়ে, নিক ওয়েলচ ও শন উইলিয়ামসের দৃঢ়তায় দ্বিতীয় সেশনের খেলা শেষে ভালো অবস্থানেই ছিল জিম্বাবুয়ে। কিন্তু চা বিরতির পর ক্র্যাম্প নিয়ে ওয়েলচ মাঠ ছাড়তেই যেন সেই প্রতিরোধ ভেঙে পড়ে। নাঈম হাসানকে সঙ্গে নিয়ে তাদের ব্যাটিং-অর্ডার গুঁড়িয়ে দিতে শুরু করেন তাইজুল ইসলাম। বাঁহাতি এই স্পিনারের নৈপুণ্যে ভালো অবস্থানে থেকে দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ।
সোমবার চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ২২৭ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে জিম্বাবুয়ে। ক্যারিয়ারে ১৬তম বারের মতো ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তাইজুল। -- অলআউট স্পোর্টস
চা বিরতির পর তৃতীয় বলে ক্র্যাম্প নিয়ে মাঠ ছাড়েন ৫৪ রান করা ওয়েলচ। শেষ হয় উইলিয়ামসের সঙ্গে ৯০ রানের জুটিটি। এই জুটি থামতেই ম্যাচে ফিরতে শুরু করে বাংলাদেশ, যার শুরুটা করেন নাঈম। পরপর দুই ওভারে এই অফ-স্পিনার তুলে নেন ক্রেইগ আরভিন (৫) ও ৬৭ রান করা উইলিয়ামসকে। এরপরের গল্পটা শুধুই তাইজুলের।
বাঁহাতি এই স্পিনারের ঘূর্ণিতে দিশেহারা হয়ে একে একে সাজঘরে ফিরতে থাকেন লোয়ার-অর্ডার ও টেইলএন্ডারের ব্যাটাররা। ৮১তম ওভারে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। কিন্তু তা আর হয়নি।
অষ্টম উইকেটের পতনের পর আবারও ক্রিজে আসেন ওয়েলচ। কিন্তু দুই বলের বেশি ক্রিজে থাকতে পারেননি তিনি। ৫৪ রান করা এই ব্যাটারকে বোল্ডকে পঞ্চম শিকারটি ধরেন তাইজুল। শেষ উইকেটে টাফাদওয়া সিগা ও ব্লেসিং মুজারাবানির দৃঢ়তায় অলআউট না হয়ে দিনের খেলা শেষ করে জিম্বাবুয়ে।
এর আগে দ্বিতীয় সেশনে বাংলাদেশের বিবর্ণ বোলিংয়ে দ্বিতীয় সেশনের ২৮ ওভারে কোনো উইকেট না হারিয়ে দলের খাতায় ৭২ রান যোগ করেন ওয়েলচ ও উইলিয়ামস। ১০৭ বলে ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে নেন ওয়েলচ। অপর প্রান্তে টানা দ্বিতীয় টেস্টে ফিফটির দেখা পাওয়া উইলিয়ামস পঞ্চাশ রান স্পর্শ করেন ১১৪ রানে।
সিরিজে সমতায় ফিরতে দ্বিতীয় টেস্টের একাদশে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। ওপেনিংয়ে ফিরেছেন এনামুল হক বিজয়। ১০৭তম ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেক হয়েছে পেসার তানজিম হাসান সাকিবের। অন্যদিকে পিএসএল খেলতে যাওয়া নাহিদ রানার জায়গায় একাদশে এসেছেন স্পিনার নাঈম হাসান। বাদ পড়েছেন মাহমুদুল হাসান জয় ও খালেদ আহমেদ।
ব্রায়ান বেনেট ও বেন কারেনের উদ্বোধনী জুটি এদিনও বড় হওয়ার পথেই এগুচ্ছিল। ইনিংসের একাদশ ওভারে বেনেটকে কট বিহাইন্ড করিয়ে ৪১ রানের জুটিটি ভাঙেন তানজিম। অবশ্য এই জুটি আরও আগেই থামতে পারত। কিন্তু মেহেদী হাসান মিরাজের করা অষ্টম ওভারে স্লিপে কারেনের ক্যাচ ছাড়েন সাদমান। এরপর ১৯তম ওভারে আক্রমণে এসেই দ্বিতীয় বলে ২১ রান করা করেনের স্টাম্প ভাঙেন তাইজুল।