শিরোনাম
◈ সারাদেশের সব পলিটেকনিকে টানা এবার শাটডাউন ঘোষণা ◈ সরকার যেসব শর্ত দিয়েছে মানবিক করিডোরের জন্য  ◈ কাঙ্ক্ষিত বাণিজ্যের জন্য পাকিস্তান-বাংলাদেশের ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে: বাণিজ্য উপদেষ্টা ◈ আমরা আরেকটা গাজা হতে চাই না: রাখাইনে ‘মানবিক করিডর’ প্রসঙ্গে ফখরুল (ভিডিও) ◈ অভিনেতা ইরেশ জাকেরের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে আইন উপদেষ্টা আসিফ নজরুল যা বললেন ◈ প্রথম আলোর ঈদ কার্টুন ইস্যুতে সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন, ৪ মে আদেশ ◈ সরকারি প্রাথমিক শিক্ষকদের জন্য বেতন গ্রেড নিয়ে সুখবর ◈ বিল পরিশোধ না করায় ইউনাইটেড গ্রুপের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ◈ ঐকমত্য কমিশনের সদস্যদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ◈ ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়াতে আইনি নোটিশ

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৫, ০৭:০১ বিকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ১২:২১ রাত

প্রতিবেদক : এল আর বাদল

জাওয়াদের সেঞ্চুরি আর ফাহা‌দের ৬ উই‌কে‌টের কল‌্যা‌ণে শ্রীলঙ্কা‌কে হারা‌লো বাংলা‌দেশ

স্পোর্টস ডেস্ক ; শ্রীলঙ্কা সফর হার দিয়ে শুরু করলেও ঘুরে দাঁড়াতে দেরি করেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে সমতায় ফিরেছে আজিজুল হাকিম তামিমের দল।

এ‌দিন শ্রীলঙ্কার কলম্বোতে রীতিমতো ব্যাটিং তান্ডব চালিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের জাওয়াদ আবরার। তার দাপুটে সেঞ্চুরিতে হেসেখেলে দ্বিতীয় ওয়ানডে ৯ উইকেটে জিতলো টাইগার যুবারা। তার আগে বোলিংয়ে মূল কাজ করেছেন পেসার আল ফাহাদ, একাই নিয়েছেন ৬ উইকেটে।

আগে ব্যাট করা শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল করতে পারেনি ২১১ রানের বেশি। লক্ষ্য তাড়ায় বাংলাদেশ হারিয়েছে কেবল ১ উইকেটে। খেলতে হয়েছে মাত্র ৩৪.৩ ওভার। জাওয়াদের হার না মানা ১০৬ বলে ১৩০ রানের সাথে আজিজুল হাকিম অপরাজিত ৮৯ বলে ৬৯ রানে।

আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপদে ছিলো শ্রীলঙ্কান যুবারা। ১০২ রানেই হারায় ৪ উইকেট। ওপেনার দিমন্ত মহাবিধান ৮৭ বল খেলে করেছেন ৩৯ রান।

এরপর চামিকা হিনাতিগালা ও দিনুরা দামসিথ মিলে দারুণ একটা জুটি গড়ে। তবে দুজনেই বিদায় নেন ১ রানের ব্যবধানে। তাদের ৮১ রানের জুটি ভাঙার পর আবার তাসের ঘরের মতো ভেঙে যায় ব্যাটিং লাইনআপ।

৯১ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেছেন চামিকা। দামসিথের ব্যাতে আসে ৫২ বলে ৪৭ রান। এ দুজন ছাড়া আর কেউই বলার মতো স্কোর করতে পারেনি শেষ দিকে।

বাংলাদেশ যুব দলের হয়ে একাই ৬ উইকেট নেন পেসার আল ফাহাদ। ৯.৫ ওভারে ১ মেডেনসহ ৪৪ রান খরচায় উইকেটগুলো তুলে নেন ফাহাদ। আরেক পেসার ইকবাল হোস্ন ইমনের শিকার ২ উইকেট।

লক্ষ্য তাড়ায় নেমে বাংলাদেশ শুরুতেই হারায় ওপেনার কালাম সিদ্দিকিকে (৫)। কিন্তু তিন নম্বরে নামা অধিনায়ক আজিজুল হাকিব হামিমকে নিয়ে আরেক ওপেনার জাওয়াদ আবরার করে গেছেন দুর্দান্ত ব্যাটিং।

দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন দুজনে। জাওয়াদ তুলে নেন সেঞ্চুরি, তামিমও পান ফিফটির দেখা।

তাদের অবিচ্ছেদ্য জুটি ১৭৭ রানের। যেখানে জাওয়াদ অপরাজিত ১০৬ বলে ১৩০ রানে। ছিলো ১৪ চারের সাথে ৬ টি ছক্কা। তাকে যোগ্য সঙ্গ দেওয়া তামিম অপরাজিত ছিলেন ৮৯ বলে ৬৯ রানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়