শিরোনাম
◈ রেফা‌রির গা‌য়ে বরফ ছু‌ড়ে মারায় ১২ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন রিয়াল মা‌দ্রিদের রুডিগার ◈ উপাচার্যসহ অনেকের পদত্যাগ: ইউআইইউ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ◈ জাতীয় নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াত রসায়ন ও অন্যদের ভাবনা ◈ সমা‌লোচনার মধ্যে বিসিবির জরুরি ভার্চুয়াল সভা সিদ্ধান্ত ছাড়াই মুলতবি ◈ হাসিনাকে ‘চুপ’ রাখতে বলার আহ্বানে যা বলেছিলেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস (ভিডিও) ◈ নতুন অধ্যায়ের সূচনা: সিলেট থেকে কার্গো ফ্লাইট চালু ◈ রিজার্ভ আরও বাড়লো ◈ নতুন সিটি করপোরেশন হতে যাচ্ছে বগুড়া ◈ খুব বেশি প্রয়োজন ছাড়া ভারত-পাকিস্তান ভ্রমণ না করার পরামর্শ সরকারের ◈ চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠক: আরাকানে স্বাধীন মুসলিম রাজ্য চায় জামায়াত

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৫, ০২:৩৮ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টটেনহ্যামকে গোলবন্যায় ভাসিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা জিতলো লিভারপুল

টটেনহ্যাম হটস্পারকে গোল বন্যায় ভাসিয়ে চার ম্যাচ হাতে রেখে এ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) শিরোপা জিতলো লিভারপুল।

রোববার (২৭ এপ্রিল) রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ৫-১ গোলে জিতেছে অলরেডরা।

 মাত্র এক পয়েন্ট পেলেই রেকর্ড ২০তম প্রিমিয়ার লিগ শিরোপা নিশ্চিত হতো লিভারপুলের। তবে কোনো সংশয় রাখেনি অলরেডরা। অ্যানফিল্ডে টটেনহাম হটস্পারকে বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে তিন পয়েন্ট নিশ্চিত করেছে তারা। আর এর মাধ্যমেই ৪ ম্যাচ হাতে রেখে এ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তুললো দলটি।
 
 ম্যাচের শুরুতে কিছুটা ধাক্কা খেয়েছিল লিভারপুল। ডমিনিক সোলাঙ্কের হেড থেকে এগিয়ে যায় টটেনহাম। কিন্তু গোল হজমের মাত্র চার মিনিটের মাথায় লুইস দিয়াজ সমতায় ফেরান অলরেডদের। এরপর অ্যালেক্স ম্যাক অ্যালিস্টার গোল করে লিভারপুলকে এগিয়ে দেন। বিরতির আগে ব্যবধান বাড়িয়ে তোলেন কডি গাকপো, করেন দলের তৃতীয় গোল।
 
দ্বিতীয়ার্ধে লিভারপুলের দাপট ছিল আরও বেশি। ৬৩ মিনিটে ডমিনিক সোবোসলাইয়ের পাস ধরে ডান দিক দিয়ে এগিয়ে গিয়ে জাল কাঁপান মোহাম্মদ সালাহ। এটি চলতি প্রিমিয়ার লিগ মৌসুমে তার ২৮তম গোল, শীর্ষ গোলদাতার আসনে নিজের অবস্থান আরও দৃঢ় করলেন তিনি। একই সঙ্গে ১৮৫তম গোল করে প্রিমিয়ার লিগের সর্বকালের শীর্ষ গোলদাতাদের তালিকায় সার্জিও আগুয়েরোকে টপকে পঞ্চম স্থানে উঠে এলেন মিশরীয় তারকা।
 
খেলার ৬৯তম মিনিটে আবারও গোলের দেখা পায় লিভারপুল। আলেক্সান্ডার-আর্নল্ডের বাড়ানো ক্রস সালাহর কাছে পৌঁছানোর আগেই নিজেদের জালে বল পাঠিয়ে বসেন টটেনহাম ডিফেন্ডার উডোগি। এই আত্মঘাতী গোলেই ৫-১ ব্যবধানে জয় নিশ্চিত করে লিভারপুল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়