নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট মোকাবিলায় নামবে বাংলাদেশ, সকাল ১০টায় খেলা শুরু হবে, সিরিজের প্রথম ম্যাচ হেরে ১-০তে পিছিয়ে লাল সবুজের দল, তাই সিরিজ ড্র করতে জয়ের বিকল্প দেখছেন না অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, জয়ের ব্যাপারে দলের সবাই দৃঢ় প্রত্যয়ী,
অপর দিকে বাংলাদেশকে সিলেট টেস্টে হারিয়ে চার বছর পর সাদা পোশাকের ক্রিকেটে জয়ের দেখা পেয়েছিল জিম্বাবুয়ে। সিরিজ নিজেদের করে নিতে চট্টগ্রাম টেস্টেও স্বাগতিকদের হারাতে আত্মবিশ্বাসী তারা। তবে এই ম্যাচে বাংলাদেশের কাছে চ্যালেঞ্জের প্রত্যাশা করছেন দেশটির ওপেনার বেন কারেন।
কারেন ও ব্রায়ান বেনেটের ৯৫ রানের উদ্বোধনী জুটিতে সহজেই সিলেটে সিরিজের প্রথম টেস্টে জয়ের পথে ছিল জিম্বাবুয়ে। কিন্তু মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের ঘূর্ণিতে দিশেহারা হয়ে ম্যাচ হারতে বসেছিল তারা। তবে টেইলএন্ডারদের দৃঢ়তায় ৩ উইকেট হাতে রেখে ১৭৪ রানের লক্ষ্যে পৌঁছায় সফরকারীরা। টেস্টে এটি জিম্বাবুয়ের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।
কারেন বলেন, বাংলাদেশকে হারাতে সবসময়ই আত্মবিশ্বাসী। আমরা চেষ্টা করে যাব নিজেদের প্রক্রিয়া সঠিকভাবে চালানোর, নিজেদের সঠিকভাবে প্রস্তুত করার চেষ্টা করব। এখানের কন্ডিশন সিলেটের চেয়ে ভিন্ন হবে। ফলে আমাদের মানিয়ে নিতে হবে এবং দ্রুত মানিয়ে নিতে হবে। ভিন্ন চ্যালেঞ্জ এখানে। সেসবের জন্য আমরা মুখিয়ে আছি।
প্রথম ম্যাচ হারায় সমতা দিয়ে সিরিজ শেষ করতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। ফলে নিজেদের সেরা দিতেই মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল। বিষয়টি জানেন কারেনও।
অবশ্যই আশা করছি বাংলাদেশ আমাদের উপর চড়াও হবে। একদমই আশা করছি না যে, এটা খুব সহজ ম্যাচ হবে। টেস্ট ক্রিকেট অনেক কঠিন। যদি জিততে চান তাহলে কঠোর পরিশ্রম করতে হবে। সামনের সপ্তাহে আশা করি গত ম্যাচের মত করেই পারফরম্যান্স দেখাতে পারব আমরা।