শিরোনাম
◈ সাত দশকে ট্রাম্প সবচেয়ে অজনপ্রিয় প্রেসিডেন্ট ◈ রাজধানীতে ব্যাটারিচালিত রিকশার বেপরোয়া চলাচলে অতিষ্ঠ নগরবাসী, শৃঙ্খলা ফেরানো দরকার  ◈ প্রত্যেক ভারতীয়র রক্ত টগবগ করছে: মোদি ◈ রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে ভ্যাটিকানের শীর্ষ নেতৃবৃন্দের সাক্ষাৎ ◈ বিএনপি কর্মী হত্যা: শেখ হাসিনার সঙ্গে হত্যা মামলার আসামি অভিনেতা ইরেশ যাকের ◈ তেজগাঁওয়ে বোবা রফিককে কুপিয়ে হত্যার মূল হত্যাকারী সাদ্দামকে গ্রেফতার  ◈ ঝটিকা মিছিল বিরোধী অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও সাত সদস্য গ্রেফতার ◈ দুই উপদেষ্টার এপিএস-পিও’র দুর্নীতির খোঁজে গোয়েন্দা কার্যক্রম শুরু ◈ বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের ধৈর্য ধরতে বললেন টাইগার‌দের প্রধান কোচ ◈ কক্সবাজারের সাবেক এমপি জাফর আলম ঢাকায় গ্রেপ্তার

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৫, ১১:০৭ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

রিয়াল মা‌দ্রিদ‌কে হারিয়ে ‌কোপা দেল‌ রে চ্যাম্পিয়ন বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক ; শি‌রোপা লড়াই হ‌য়ে‌ছে সমা‌নে সমান, কিন্তু ভা‌গ্যের দরজা খু‌লে গে‌লো বা‌র্সেলোনার, 
কোপা দেল রে’র ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৩-২ গো‌লে হারিয়ে শিরোপা জিতেছে বার্সেলোনা। বাংলাদেশ সময় রোববার (২৭ এপ্রিল) ভোরে এল ক্লাসিকোর এই মহারণে অতিরিক্ত সময়ের গোলে শেষ হাসি হাস‌লো বার্সেলোনা।

ম্যাচের প্রথমার্ধের ২৮ মিনিটে পেদ্রির গোলে এগিয়ে যায় বার্সেলোনা। কোনো গোল হজম না করে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে বার্সা। বিরতির পর ৭০ মিনিটে  ফ্রি-কিক থেকে গোল করে রিয়াল মাদ্রিদকে সমতায় ফেরায় কিলিয়ান এমবাপ্পে। এর ঠিক ৭ মিনিট পরেই চুয়ামেনির গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। মাচের শেষ বাঁশি বাজার ৬ মিনিট আগে রিয়ালের জালে বল পাঠিয়ে বার্সাকে সমতায় ফেরান তরেস।

এতে অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। অতিরিক্ত সময়ে বেশি হআক্রমণাত্মক খেলতে থাকে রিয়াল মাদ্রিদ। তবে ১১৬ মিনিটের মাথায় লুকা মদ্রিচের ভুল পাসে বল পেয়ে যায় জুলেস কুন্দে। বক্সের বাইরে থেকে কুন্দের নেয়া শট রিয়ালের জালের দেখা পায়।

কুন্দের এই গোলেই কোপা দেল রে’র শিরোপা ঘরে তোলে বার্সেলোনা।

এদিকে ম্যাচের শেষ বাঁশি বাজার মিনিটখানেক আগে এমবাপ্পে ফ্রি কিক না পাওয়ায় রিয়ালের বেঞ্চ উত্তেজিত হয়ে ওঠে। ক্ষুব্ধ হয়ে রেফারির দিকে তেড়ে যাচ্ছিলেন ডিফেন্ডার রুডিগার। তবে সতীর্থরা তাকে থামান। এ সময় বেঞ্চ থেকে রেফারি বেনগোচেয়ার দিকে কিছু একটা ছুঁড়ে মারা হয়। তবে কে ছুঁড়ে মেরেছে তা তাৎক্ষণিকভাবে বোঝা যায়নি। এরপর রুডিগারকে লাল কার্ড দেখা রেফারি বেনগোচেয়ার। এর কিছুক্ষণ পর লুকাস ভাসকেজকেও লাল কার্ড দেখান রেফারি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়