শিরোনাম
◈ পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে ভ্যাটিকানে অধ্যাপক ইউনূস ◈ অভিনব কৌশল, পোশাকের ভেতর তরল সোনা নিয়ে ওসমানীতে ধরা পড়লেন যাত্রী ◈ আইপিএলে ম্যাচ গড়াপেটার অভিযোগ, প্রমাণ করতে ভিডিও নিয়ে হাজির পাকিস্তা‌নের ক্রিকেটার ◈ মনিরুল ইসলাম নারীসহ আটকের দাবি মিথ্যা, বাগেরহাটের শিক্ষকের ভিডিও ছড়ানো হচ্ছে ◈ পিএস্এলএ  কর্মরত ভারতীয়‌দের ফেরত পাঠা‌চ্ছে পাকিস্তান ◈ সংবাদ পচারে বেনাপোল বন্দরে চালু হলো পণ্যবাহী ট্রাক স্ক্যানিং কার্যক্রম ◈ সিমলা চুক্তি কী, স্থগিত হলে ভারতের ওপর প্রভাব পড়বে? ◈ তারেক রহমানকে নিয়ে দ্য উইকের কাভার স্টোরি ‘নিয়তির সন্তান’ ◈ ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১৬৪২ জন গ্রেপ্তার ◈ প্রবাসে বিবস্ত্র ও জিম্মি করে মুক্তিপণ আদায়, মূলহোতা গ্রেফতার

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৫, ১০:২২ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

এক ম্যাচ হা‌তে রে‌খেই নেপা‌লের কা‌ছে কাবা‌ডি সি‌রিজ হার‌লো বাংলা‌দেশ

স্পোর্টস ডেস্ক: ললিতপুরের সাতদোবাতো তায়কোয়ানদো হলে অনুষ্ঠিত পাঁচ ম্যাচের সিরিজে বাংলাদেশ নারী কাবাডি দলের আশা শেষ হয়ে গেল চতুর্থ ম্যাচেই। হাড্ডাহাড্ডি লড়াই করেও ২১-১৭ পয়েন্টে হেরে গেলেন শ্রাবণী বৃষ্টিরা।

এক ম্যাচ বাকি থাকতেই ৩-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক নেপাল। প্রথমার্ধে দারুণ লড়াই করেছিল বাংলাদেশ। ম্যাচের শুরুতেই ৩-০ পয়েন্টে এগিয়ে যায় তারা। কিন্তু ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় নেপাল।

প্রথমার্ধ শেষে নেপাল এগিয়ে ছিল মাত্র এক পয়েন্টে (১০-৯)। দ্বিতীয়ার্ধেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা দেখা যায়।

দুই দলই পয়েন্টে এগিয়ে-পিড়ে চলছিল। এক পর্যায়ে স্কোর ছিল ১৪-১৪। এরপরই বিতর্কের শুরু। বাংলাদেশের দাবি, একাধিক স্পষ্ট টাচ এবং বোনাস পয়েন্ট রেফারি নাকচ করে দেন। সময় শেষ হওয়ার আগেই খেলা শেষের বাঁশি বাজানো, রিভিউয়ের সিদ্ধান্তে পক্ষপাত সব মিলিয়ে হতাশ বাংলাদেশ শিবির।

ম্যাচ শেষে বাংলাদেশ দলের কোচ শাহনাজ পারভীন মালেকা বলেন, "মেয়েরা ভালো খেলছিল। কিন্তু রেফারির সিদ্ধান্তে আমরা ম্যাচটা হেরেছি। বারবার আমাদের বোনাস পয়েন্ট দেওয়া হয়নি, রিভিউগুলোও একপাক্ষিকভাবে বাতিল করা হয়েছে। ম্যাচের দুই মিনিট বাকি থাকতেই শেষ বাঁশি বাজানো হলো। দর্শকরাও বলছিল পয়েন্ট আমাদের পাওয়া উচিত ছিল। 

প্রথম দুই ম্যাচ হেরে সিরিজে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে জয়ের দেখা পেলেও চতুর্থ ম্যাচে এসে হোঁচট খেল দলটি। এখন সিরিজ হার নিশ্চিত হয়ে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়