শিরোনাম
◈ সংবাদ পচারে বেনাপোল বন্দরে চালু হলো পণ্যবাহী ট্রাক স্ক্যানিং কার্যক্রম ◈ সিমলা চুক্তি কী, স্থগিত হলে ভারতের ওপর প্রভাব পড়বে? ◈ তারেক রহমানকে নিয়ে দ্য উইকের কাভার স্টোরি ‘নিয়তির সন্তান’ ◈ ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১৬৪২ জন গ্রেপ্তার ◈ প্রবাসে বিবস্ত্র ও জিম্মি করে মুক্তিপণ আদায়, মূলহোতা গ্রেফতার ◈ রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ◈ আওয়ামী লীগ নিষিদ্ধসহ ৪ দফা দাবিতে শাহবাগে শহিদি সমাবেশ শুরু ◈ কাশ্মীরে হামলা: কেন পহেলগামে সেনা ছিল না, ভারত সরকার যা বলছে ◈ স্থানীয় সরকার নির্বাচন দিয়ে সক্ষমতা প্রমাণ করুণ, ইসিকে জামায়াত আমির ◈ দেশের ১৪ জেলায় তাপপ্রবাহ, যে বার্তা দিল অধিদপ্তর

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৫, ১০:২০ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

রিশাদ হো‌সে‌নের লাহোর কালান্দার্সকে সহ‌জেই হারা‌লো পেশাওয়ার জাল‌মি

স্পোর্টস ডেস্ক ; পেশাওয়ার জাল‌মি এক‌পে‌শে খে‌লে‌ছে,   লাহোর কালান্দার্সকে পাত্তাই দিলো না তারা। রিশাদ হোসেন-শাহীন শাহ আফ্রিদির দলকে ৭ উইকেটে হারিয়েছে বাবর আজমের দল। এ দিন বল হাতে ম্লান ছিলেন রিশাদ। দুই ওভারে ১৮ রান দিলেও উইকেট পাননি তিনি। ব্যাট হাতে করেন ১৩ বলে ১৩ রান।--- ক্রিক‌ফ্রেঞ্জি

১৩০ রানের লক্ষ্যে ব্যাটিং নেমে সাত রানের মধ্যে দুই এবং ৪০ রানের মধ্যে তিন উইকেট হারায় পেশাওয়ার। তবে পাওয়ার প্লে'তে তিন উইকেটে ৫২ রান তোলে দলটি। নবম ওভারে বোলিংয়ে ডাক পড়ে রিশাদের। নিজের প্রথম ওভারে সাত রান দেন এই লেগি।

ওভারের তৃতীয় বলে এক্সট্রা কাভারে তাকে চার হাঁকান বাবর আজম। এই ওভারে আরো তিনটি সিঙ্গেলস দেন রিশাদ। সবমিলিয়ে দেন সাত রান। ১১তম ওভারে আবারো বোলিং করেন রিশাদ। নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলে দুই রান দেন তিনি, দ্বিতীয় বলে দেন এক রান। তৃতীয় বলে সিঙ্গেল নেন বাবর।

চতুর্থ বলটি ওয়াইড লেংথে গুগলি দিয়েছিলেন রিশাদ, সেটিকে কাট করে থার্ড ম্যান সীমানা দিয়ে চার মারেন হুসেইন তালাত। এরপরের দুটি বলে দুই রান ও সিঙ্গেল নেন তালাত। এই ওভারে ১১ রান দেন রিশাদ। দুই ওভারে ১৮ রান খরচ করার পর তাকে আর বোলিংয়ে আনেনি লাহোর।

ততক্ষণে অবশ্য জয়ের কাছাকাছি পৌঁছে যায় পেশাওয়ার। শেষ পর্যন্ত ১৬.৪ ওভারে এই লক্ষ্য তাড়া করে দলটি। বাবর ৪২ বলে ৫৬ এবং তালাত ৩৭ বলে ৫১ রানে অপরাজিত ছিলেন। দুজনের জুটি ছিল ৯৩ রানের। রিশাদের দলে অধিনায়ক আফ্রিদি ২২ রান খরচায় দুই উইকেট নেন, একটি উইকেট নেন হারিস রউফ।

আগে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ১৯.২ ওভারে ১২৯ রান করে লাহোর। নিয়মিত বিরতিতে উইকেট পতনের দিনে সিকান্দার রাজার ৩৭ বলে ৫২ রানের ইনিংসে এই সংগ্রহ গড়েছে লাহোর। এ ছাড়া আর কেউই তেমন সুবিধা করতে পারেননি। এই ম্যাচ হারলেও পয়েন্ট তালিকায় তিন নম্বরে আছে লাহোর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়