স্পোর্টস ডেস্ক ; এমনিতে ক্রিকেটে ভারত-পাকিস্তান সম্পর্ক বেশ বাজে। রাজনৈতিক কারণে দুই দেশের মধ্যেও নেই ভালো সম্পর্ক। এবার তাতে যেনো ঘি হয়ে এলো জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনা। ভারতে বন্ধ হয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সম্প্রচার। -- ডেইলি ক্রিকেট
ভারতের ধারণা পাকিস্তানের সন্ত্রাসী গোষ্ঠী মর্মান্তিক এই হামলা চালিয়েছে। ভারতে পিএসএল দেখা যেতো স্ট্রিমিং মাধ্যম 'ফ্যানকোড'। হামলার ঘটনায় প্রতিষ্ঠানটি বিব্রত বলেও উল্লেখ করেছে।
এদিকে বিসিসিআই আবারও জোর দিয়ে জানিয়েছে পাকিস্তানের সাথে খেলবে না দ্বিপাক্ষিক সিরিজ। গত ১৫ বছর ধরেই দুই দেশ আইসিসি ও এসিসি ইভেন্টের বাইরে দ্বিপাক্ষিক সিরিজ খেলে না। যার পেছনে কারণ মুম্বাইয়ে সন্ত্রাসী হামলা। এই ঘটনায়ও ভারত দায়ী করে আসছে পাকিস্তানকে। এবার জম্মু-কাশ্মীরের ঘটনায় নিজেদের অবস্থান যেনো আরও শক্ত করেছে বিসিসিআই।
বিসিসিআই সহ-সভাপতি রাজিব শুক্লা বলেন, ‘আমরা ক্ষতিগ্রস্তদের পাশে আছি। সরকারের সিদ্ধান্ত অনুযায়ীই আমাদের অবস্থান। আমরা পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলি না এবং খেলব না। কারণ এটা সরকারের নীতিগত অবস্থান।