স্পোর্টস ডেস্ক ; ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর এবার হত্যার হুমকি পেলেন। মেইল বার্তায় তাকে এই হত্যার হুমকি দিয়েছে ‘আইএসআইএস কাশ্মীর’ নামের একটি সংগঠন।
হুমকি পাওয়ার পর দিল্লির রাজিন্দরনগর পুলিশ স্টেশন ও ডিসিপি সেন্ট্রাল দিল্লিকে জানিয়েছেন বিজেপির সাবেক সংসদ সদস্য গম্ভীর। তার অভিযোগ এফআইআর হিসেবে নিতেও অনুরোধ করেন ভারতের সাবেক এই ওপেনার।
গম্ভীর আইনশৃঙ্খলা বাহিনীকে তার ও তার পরিবারকে নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। চটজলদি ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছে দিল্লি পুলিশ।
ভারত শাসিত কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের ওপর জঙ্গি হামলার নিন্দা জানিয়ে কঠোর বার্তা দিয়েছিলেন গৌতম গম্ভীর। এরপরই হত্যার হুমকি পেলেন ভারতীয় হেড কোচ।
এর আগে, ২০২১ সালের নভেম্বরে সংসদ সদস্য থাকা অবস্থাতেই এমন মেইল পেয়েছিলেন ভারতের সাবেক এই ওপেনার ।