স্পোর্টস ডেস্ক ; যার পরনাই লড়াই করেও জয় পেলো না আর্সেনাল, হোঁচট তাদের খেতেই হলো, তারা ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে দুইবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করেছে। এই ড্রয়ের ফলে লিভারপুলের প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের অপেক্ষা আরও বাড়ল।
মিকেল আরতেতার দল এমিরেটস স্টেডিয়ামে হেরে গেলেই মাঠে না নেমেই চ্যাম্পিয়ন হতে পারত আর্নে স্লটের শিষ্যরা। তবে এখন শিরোপা উৎসবের জন্য লিভারপুলকে তাকিয়ে থাকতে হচ্ছে রোববার (২৭ এপ্রিল) অ্যানফিল্ডে টটেনহামের বিপক্ষে ম্যাচের দিকে,যেখানে একটি ড্র-ই যথেষ্ট হবে তাদের জন্য।