নিজস্ব প্রতিবেদক ; পাঁচ দিনের টেস্ট চার দিনেই খতম, তৃতীয় দিনের প্রথম ৩ ঘন্টা বৃষ্টির পেটে চলে যায়, জিম্বাবুয়ের মতো বর্তমানে দুর্বল প্রতিপক্ষ পেয়েও টেস্ট জিততে পারলো না শান্তবাহিনী, সিরিজের প্রথম টেস্টেই স্বাগতিকরা দিশাহারা, এই টেস্টের প্রথম ইনিংসে জিম্বাবুয়ের ৮২ রানের লিডের জবাবে বাংলাদেশ তৃতীয় দিন শেষ করেছিলো ১২২ রানের লিড নিয়ে। যেখানে হাতে ৬ উইকেট, ফিফটি হাঁকিয়ে অপরাজিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
প্রতিপক্ষ জিম্বাবুয়েকে আজ চতুর্থ দিনে ভালো একটা লক্ষ্য দেওয়ার সম্ভাবনা জাগিয়েও বেশি দূর যেতে পারেনি টাইগাররা। আর তাতে ১৭৪ রানের সহজ লক্ষ্য পেয়ে ম্যাচই জিতে নিলো সফরকারীরা।
সহজ জয়ের পথে থাকা জিম্বাবুয়ে শেষদিকে হারের মুখেই পড়ে যায় মেহেদী হাসান মিরাজের স্পিন জাদুতে। তবে শেষ পর্যন্ত ঠিকই তুলে নিয়েছে প্রাপ্য জয়টা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টে ৩ উইকেটের জয় তুলে নিলো জিম্বাবুয়ে। বাংলাদেশের বিপক্ষে এর আগে ২০১৮ সালে সর্বশেষ টেস্ট জিতেছিলো জিম্বাবুয়ে। ওই ম্যাচটিও সিলেটে অনুষ্ঠিত হয়, পেয়েছিলো ১৫১ রানের বড় জয়।
আগে ব্যাট করে বাংলাদেশ তোলে ১৯১ রান। জবাবে জিম্বাবুয়ে প্রথম ইনিংসে করে ২৭৩ রান। ৮২ রানে পিছিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে করলো ২৫৫ রান। আর তাতে ১৭৪ রানের লক্ষ্য সফরকারীদের জন্য।
৪ উইকেটে ১৯৪ রান নিয়ে আজ দিন শুরু করেছিলো বাংলাদেহ। শান্ত ৬০ ও জাকের আলি অনিক ২১ রানে অপরাজিত। বুধবার দিনের শুরুতেই ফিরেছেন শান্ত। ব্লেসিং মুজারাবানির বলে আউট হওয়ার আগে যোগ করতে পারেননি কোনো রান। ১০৫ বলে ৭ চারে ৬০ রানেই তাকে থামতে হয়।
এরপর শুরু হয় আসা যাওয়ার মিছিল। একে একে ফেরেন মেহেদী হাসান মিরাজ (১১), তাইজুল ইসলাম (১), খালেদ আহমেদ (০)।
তবে হাসান মাহমুদকে নিয়ে যা একটু লড়াই করেন জাকের আলি। শেষ ব্যাটসম্যান হয়ে আউট হয়েছেন ১১১ বলে ৪ চার ১ ছক্কায় ৫৮ রান করে। বাংলাদেশকে ২৫৫ রানে গুটিয়ে দেওয়ার পথে জিম্বাবুয়ে পেসার মুজারাবানি নিয়েছেন একাই ৬ উইকেট।
১৭৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে উড়ন্ত সূচনা জিম্বাবুয়ের। দুই ওপেনার বেন কারেন ও ব্রায়ান বেনেট মিলে উদ্বোধনী জুটিতে তুলে ফেলে ৯৫ রান।
তবে ৪৪ রান করে কারেন আউট হলে কিছুটা বিপদেই পড়ে জিম্বাবুয়ে। দ্রুত হারায় আরও কিছু উইকেট। এক পর্যায়ে ফিফটি তুলে বিদায় নেন বেনেটও (৮১ বলে ৫৪)। ১২৮ রানে ৪ উইকেট হারিয়ে বসে সফরকারীরা।
সেখান থেকে মিরাজের ঘূর্ণিতে আরও বিপদে পড়ে যায় ক্রেইগ আরভিনের দল। ১৬১ রানে হারায় ৭ উইকেট। তবে ওয়েলিংটন মাসাকাদজা (১২) ও ওয়েস্লে মাধেব্রের ব্যাটে (১৯*) ৩ উইকেটের জয় সফরকারীদের।
বাংলাদেশের হয়ে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ৫ উইকেট নেন স্পিনার মিরাজ। ক্যারিয়ারের ১২তম ফাইফার এই অফ স্পিনারের। আর তাতে সাকিব আল হাসান ও তাইজুল ইসলামের পর তৃতীয় বাংলাদেশী হিসেবে টেস্টে ২০০ উইকেট পূর্ণ হলো মিরাজের। এই টেস্টে বাংলাদেশের এটাই হয়তো বড় প্রাপ্তি।