স্পোর্টস ডেস্ক ; জিম্বাবুয়ের বিরুদ্ধে সিলেট টেস্টের তৃতীয় দিনের খেলা আলোক স্বল্পতার কারণে আগেভাগেই শেষ হয়ে গেছে। ফিফটি হাঁকিয়ে বাংলাদেশের রানের চাকা সচল রেখেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাকে সঙ্গ দিয়ে যাচ্ছেন জাকের আলী অনিক। ১১২ রানে এগিয়ে আছে স্বাগতিকরা।
মঙ্গলবার বৃষ্টির বাধার পর দ্বিতীয় সেশনে সিলেটে শুরু হয় তৃতীয় দিনের খেলা। আলোক স্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ছিল ৪ উইকেটে ১৯৪ রান। ৬০ রান নিয়ে শান্ত ও ২১ রান নিয়ে জাকের চতুর্থ দিনের খেলা শুরু করবেন।
১ উইকেটে ৫৭ রান নিয়ে দিন শুরু করার পর ব্লেসিং মুজারাবানির বাউন্সার সামাল দিতে গিয়ে সপ্তম ওভারে স্লিপে ক্যাচ দেন ৩৩ রান করা জয়। শেষ হয় দ্বিতীয় উইকেটের ৬০ রানের জুটি। -- অলআউট স্পোর্টস
এরপর ক্রিজে এসে মুমিনুলকে নিয়ে প্রতিরোধ গড়েন শান্ত। উইকেটকিপারের সহজ ক্যাচ ফেলে বাংলাদেশ অধিনায়ককে জীবনও দেন।
একটা সময় মনে হচ্ছিল বোলারদের সামাল দিয়ে মুমিনুল-শান্ত জুটিই সেশনের খেলা শেষ করবেন। কিন্তু বাধা হয়ে দাঁড়ান ভিক্টোর নিয়াউচি। ৪৭ রান করা মুমিনুলকে ফিরিয়ে ডানহাতি এই পেসার ভাঙেন ৬৫ রানের জুটি।
প্রথম ইনিংসের মতো এবারও ব্যর্থ হন মুশফিক। মুজারাবানির অফ স্ট্যাম্পের বাইরের বল তার ব্যাটের কানায় লেগে তা চলে যায় প্রথম স্লিপে। এবারও ৪ রান করে ফেরেন দলের সবচেয়ে অভিজ্ঞ এই ব্যাটার।