শিরোনাম
◈ কোচ গি‌লে‌স্পি ও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের দ্বন্দ্ব আইসিসি পর্যন্ত গড়ালো ◈ ভারতে রাজনৈতিক প্রতীক হয়ে উঠছে ব্যাগ: প্রিয়াঙ্কার ‘সহানুভূতি’র পাল্টা বাঁশুরির ‘দুর্নীতি’র বার্তা ◈ সড়কে ময়লা ফেলে তীব্র যানজট; বকেয়া বেতনের দাবিতে পরিচ্ছন্নতা কর্মীদের আন্দোলন ◈ আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, বিএনপি নেতার ছেলেসহ আটক ৮ ◈ দুবাই বিমানবন্দর থেকে জনপ্রিয় পাকিস্তানি টিকটকার গ্রেপ্তার ◈ বাংলাদেশ থেকে সৈন্য নেবে কাতার, এলএনজি চুক্তি বাড়ানোর উদ্যোগেও আগ্রহ ◈ পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ‌লিও‌নেল মেসির আবেগঘন বার্তা ◈ বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে, যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে : প্রধান উপদেষ্টা  ◈ সংস্কার আলোচনা: প্রতিটি বিষয়ে মুহাম্মদ ইউনূস দিকনির্দেশনা দিচ্ছেন, জানালেন আলী রীয়াজ ◈ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৫, ১১:৪৩ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

বার্নলির কা‌ছে হে‌রে  প্রিমিয়ার লিগে খেলার সুযোগ হারালো হামজার শে‌ফিল্ড ইউনাই‌টেড

‌স্পোর্টস ডেস্ক: দুর্দান্ত ‌খে‌লে‌ছে শে‌ফিল্ড ইউনাই‌টেড, তা‌তে তা‌দের শেষ রক্ষা হ‌লো না, ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে গুরুত্বপূর্ণ ম্যাচে বার্নলির কাছে ২-১ গোলে হেরে সরাসরি প্রিমিয়ার লিগে খেলার সুযোগ হাতছাড়া করলো হামজা চৌধুরীর ক্লাব শেফিল্ড ইউনাইটেড। অপরদিকে এই জয়ে লিডস ইউনাইটেডকে সঙ্গী করে আগামী মৌসুমে আবারও ইংলিশ ফুটবলের শীর্ষ স্তর প্রিমিয়ার লিগে খেলা নিশ্চিত করেছে বার্নলি।

লিগের সমীকরণে সরাসরি প্রিমিয়ার লিগে জায়গা করে নেওয়ার সম্ভাবনা বাঁচাতে বার্নলির বিপক্ষে জিততেই হতো শেফিল্ড ইউনাইটেডকে। বার্নলর ঘরের মাঠ টার্ফ মুরে অনুষ্ঠিত এই ম্যাচে শেফিল্ডের হয়ে শুরু থেকেই খেলেছেন বাংলাদেশি তারকা হামজা চৌধুরী। ম্যাচের ২৮ মিনিটে জশ ব্রাউনহিলের গোলে পিছিয়ে পড়ে শেফিল্ড। শেফিল্ড গোলরক্ষক মাইকেল কুপার একটি শট ফেরালেও ফিরতি বলে গোল করে বার্নলিকে এগিয়ে দেন ব্রাউনহিল।

তবে পিছিয়ে পড়ার ৯ মিনিট পরেই টম ক্যাননের জোরালো শটে সমতায় ফেরে শেফিল্ড। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ৪৪ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করে বার্নলিকে আবার এগিয়ে নেন ব্রাউনহিল। বার্নলির হানিবাল মেইব্রিকে পেনাল্টি বক্সে ফাউল করার কারণে পেনাল্টিটি পেয়েছিল স্বাগতিকরা,যা থেকে গোল করেন ব্রাউনহিল। শেষ পর্যন্ত ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে শেফিল্ড ইউনাইটেড।

এই হারের ফলে ৪৪ ম্যাচ শেষে শেফিল্ডের পয়েন্ট দাঁড়িয়েছে ৮৬। ২ পয়েন্ট জরিমানা না হলে কাগজে-কলমে সরাসরি প্রিমিয়ার লিগে খেলার ক্ষীণ সম্ভাবনা হয়তো টিকে থাকত তাদের। সমান সংখ্যক ম্যাচে ৯৪ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে খেলা নিশ্চিত করেছে বার্নলি ও লিডস ইউনাইটেড। গোল ব্যবধানে এগিয়ে থাকায় লিডস শীর্ষে এবং বার্নলি দুইয়ে থেকে প্রোমোশন পেয়েছে।

সরাসরি ওঠার সুযোগ হারালেও হামজাদের শেফিল্ড ইউনাইটেডের সামনে এখনো প্রিমিয়ার লিগে যাওয়ার পথ খোলা আছে। তাদের নকআউট প্লে-অফে দুটি ম্যাচ জিততে হবে। তবে প্লে-অফে তাদের প্রতিপক্ষ কারা হবে সেটি এখনো নির্ধারিত হয়নি। ২৬ এপ্রিল লিগে হামজাদের পরের ম্যাচ স্টোক সিটির বিপক্ষে। তথ‌্যসূত্র, চ‌্যা‌নেল২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়