শিরোনাম
◈ কোচ গি‌লে‌স্পি ও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের দ্বন্দ্ব আইসিসি পর্যন্ত গড়ালো ◈ ভারতে রাজনৈতিক প্রতীক হয়ে উঠছে ব্যাগ: প্রিয়াঙ্কার ‘সহানুভূতি’র পাল্টা বাঁশুরির ‘দুর্নীতি’র বার্তা ◈ সড়কে ময়লা ফেলে তীব্র যানজট; বকেয়া বেতনের দাবিতে পরিচ্ছন্নতা কর্মীদের আন্দোলন ◈ আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, বিএনপি নেতার ছেলেসহ আটক ৮ ◈ দুবাই বিমানবন্দর থেকে জনপ্রিয় পাকিস্তানি টিকটকার গ্রেপ্তার ◈ বাংলাদেশ থেকে সৈন্য নেবে কাতার, এলএনজি চুক্তি বাড়ানোর উদ্যোগেও আগ্রহ ◈ পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ‌লিও‌নেল মেসির আবেগঘন বার্তা ◈ বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে, যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে : প্রধান উপদেষ্টা  ◈ সংস্কার আলোচনা: প্রতিটি বিষয়ে মুহাম্মদ ইউনূস দিকনির্দেশনা দিচ্ছেন, জানালেন আলী রীয়াজ ◈ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৫, ০৮:৫৯ সকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

আই‌পিএল, গুজরাটের কাছে পাত্তাই পেলো না কলকাতা নাইটরাইডার্স

স্পোর্টস ডেস্ক ; কলকাতা নাইটরাইডার্স নি‌জে‌দের মাঠ ইডেন গার্ডেন্সে পাত্তা পে‌লো না  গুজরাট টাইটান্সের কা‌ছে। তারা হেরেছে ৩৯ রানের ব্যবধানে। এই ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৯৮ রান তোলে গুজরাট। -- ক্রিক‌ফ্রেঞ্জি

সেই লক্ষ্য পাড়ি দিতে নেমে ১৫৯ রানে থামে কলকাতার ইনিংস। বড় লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে কলকাতা। এদিন শুরুতেই কলকাতার ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে এলবিডব্লিউ করে ফেরান মোহাম্মদ সিরাজ।

এরপর সুনীল নারিনও আউট হয়েছেন মাত্র ১৭ রান করে। মিডল অর্ডারে দলের ইনিংস একাই টেনেছেন অধিনায়ক আজিঙ্কা রাহানে। তিনি ৩৬ বলে ৫০ রান করে আউট হন। শেষদিকে আন্দ্রে রাসেল ১৫ বলে ২১ রান করে আউট হন।

আর অংক্রিস রাঘুবংশী অপরাজিত ১৩ বলে ২৭ রান করলেও তা দলের জয়ের জন্য যথেষ্ঠ ছিল না। গুজরাটের বোলারদের মধ্যে দুটি করে উইকেট নেন প্রসিধ কৃষ্ণা ও রশিদ খান। একটি করে উইকেট পান সিরাজ, ইশান্ত শর্মা, ওয়াশিংটন সুন্দর ও সাই কিশোর।
এর আগে এই ম্যাচে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় কলকাতা। এই ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছেন গুজরাটের দুই ওপেনার শাই সুদর্শন ও শুভমান গিল। দুজনে ওপেনিং জুটিতেই যোগ করেন ১১৪ রান।

দারুণ ফর্মে থাকা সুদর্শন ৩৬ বলে ৫২ রান করে ফেরেন। এরপর গিলকে দারুণ সঙ্গ দিয়েছেন জস বাটলার। এই জুটি থেকে আসে আরও ৫৮ রান। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে গিল আউট হয়েছেন ৫৫ বলে ৯০ রান করে।

এরপর রাহুল তেওয়াতিয়া শূন্য রানে ফিরলে বাটলার ও শাহরুখ খান বড় সংগ্রহ নিশ্চিত করেন গুজরাটের। বাটলার ২৩ বলে ৪১ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। আর ৫ বলে ১১ রান করেন শাহরুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়