শিরোনাম
◈ নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন, বললেন জামায়াতে ইসলামীর আমির ◈ রামপালের চেয়ে ৬০% কম: মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮.৪৫ টাকা ◈ সোনার খোঁজে নেপাল যা‌চ্ছে বাংলাদেশ টেবিল টেনিস দল ◈ সংসদীয় সংস্কারে রাষ্ট্রপতির স্বাধীন সিদ্ধান্তের পক্ষে বিএনপি, ২২ এপ্রিল তৃতীয় দফা বৈঠক ◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার ◈ বেড়ে দেড় লাখ টাকার মাইলফলকে পৌঁছাল স্মারক স্বর্ণমুদ্রার দাম

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

দুর্দান্ত জয় পে‌লো আবাহনী ও মোহামেডান, হে‌রে গে‌লো লি‌জেন্ড অব রুপগঞ্জ

স্পোর্টস ডেস্ক: ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার সিক্সে নিজেদের দ্বিতীয় ম্যাচে গুলশান ক্রিকেট ক্লাবকে ৫০ রানে হারিয়েছে আবাহনী লিমিটেড। এই জয়ে শিরোপার আরও কাছে চলে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অগ্রণী ব্যাংককে ৭ উইকেটে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। অন্যদিকে লিজেন্ডস অব রুপগঞ্জের বিপক্ষে দারুণ জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। রোববার (২০ এ‌প্রিল) জয় পাওয়া তিন দলই আছে শিরোপার রেসে। ডেই‌লি ক্রিকেট

মিরপুর শের-ই বাংলায় আগে ব্যাট করে পারভেজ হোসেন ইমনের দুর্দান্ত ব্যাটিংয়ে ২৭৮ রানের সংগ্রহ পায় আবাহনী। ৭০ বলে ৮৩ রানের ইনিংস খেলেছেন ইমন। মোহাম্মদ মিঠুনের ব্যাট থেকে এসেছে ৭০ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান।

জবাবে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শেষ বলে অলআউট হওয়ার আগে ২২৮ রান তোলে গুলশান। দলটির হয়ে ৭৩ বলে ৮২ রানের ইনিংস খেলেছেন নিহাদুজ্জামান। এই রান অবশ্য গুলশানের কোনো কাজে আসেনি। দিন শেষে তারা হেরেছে ৫০ রানের ব্যবধানে। এই হারে শিরোপা রেসে কিছুটা পিছিয়ে গেছে তারা।

অন্যদিকে বিকেএসপির তিন নম্বর মাঠে রনি তালুকদারের সেঞ্চুরিতে অগ্রণী ব্যাংকের বিপক্ষে দারুণ জয় পেয়েছে মোহামেডান। বৃষ্টির কারণে ৪২ ওভারের ম্যাচে আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২৪০ রান সংগ্রহ করেছিল অগ্রণী।

জবাবে ব্যাট করতে নেমে রনি ও আনিসুল ইসলামের দারুণ ব্যাটিংয়ে ৩৬.১ ওভারেই জয় তুলে নেয় মোহামেডান। ১০০ বলে ১২২ রান করে রিটায়ার হার্ট হয়ে মাঠ ছেড়েছেন রনি। ৮২ বলে ৭৫ রান করেছেন আনিসুল। তবে বড় ইনিংস খেলতে ব্যর্থ মাহমুদউল্লাহ রিয়াদ।

এদিকে বিকেএসপির চার নম্বর মাঠে এনামুল হক বিজয়ের সেঞ্চুরিতে রুপগঞ্জের বিপক্ষে দারুণ জয় পেয়েছে গাজী। বৃষ্টির কারণে ৪১ ওভারে গড়ায় ম্যাচ। কিন্তু ৩৯.২ ওভারে অলআউট হওয়ার আগে ২২৩ রান তোলে রুপগঞ্জ। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রানের ইনিংস খেলেছেন তানজিদ হাসান তামিম।

জবাবে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত ব্যাটিং করেন বিজয়। ১০৫ বলে ১১০ রান করে অপরাজিত ছিলেন ডানহাতি এ ব্যাটার। স্বীকৃত ক্রিকেটে এটি বিজয়ের ৫০তম সেঞ্চুরি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়