স্পোর্টস ডেস্ক; দুই ওপেনারকে দ্রুত হারানোর পর মুমিনুল হক-নাজমুল হোসেন শান্তর জুটিতে ঘুরে দাঁড়িয়েছিলো বাংলাদেশ। তবে দ্বিতীয় সেশনে তিন অভিজ্ঞ ব্যাটারের ব্যাখ্যাতীত উইকেট ছুঁড়ে দেওয়ায় বিপদে পড়েছে বাংলাদেশ।
২ উইকেটে ৯৮ থেকে ১৪৬ রানে পড়েছে ৭ উইকেট। শক্ত অবস্থা থেকে আচমকা সিলেট টেস্টে ব্যাকফুটে স্বাগতিক দল। ২ উইকেটে ৮৪ রান নিয়ে লাঞ্চ বিরতিরে গিয়েছিলো বাংলাদেশ। বৃষ্টির কারণে কিছুটা লম্বা বিরতির পর নেমে দলের রান ৯৮ তে নিয়ে নিজেকে বিলিয়ে দেন শান্ত। ৪০ রানে থিতু থাকা বাংলাদেশ অধিনায়ক ব্লেসিং মুজারাবানির বলে কাট করতে গিয়ে ধরা দেন পয়েন্টে।
সবচেয়ে অভিজ্ঞ মুশফিকুর রহিম থিতুই হতে পারেননি। ১৮ বলে ৪ রান করা ব্যাটার ওয়েলিটংটন মাসাকাদজার নিরীহ ডেলিভারিতে তুলে দেন লোপ্পা ক্যাচ। শূন্য রানে জীবন পেয়ে ফিফটি করা মুমিনুল হকও মাসাকাদজার বলে ক্যাচ তুলে হাঁটা ধরেন। মিরাজ মুজারাবানির বাউন্সাসে হকচকিয়ে ক্যাচ দেন কিপারের হাতে। হুট করে চাপে পড়া বাংলাদেশকে টানছেন জাকের আলি অনিক। এক প্রান্তে তিনি তাকলেও মাসাকাদজার শিকার হয়ে বিদায় নিয়েছেন তাইজুল ইসলাম। তাতে ১৪৬ রানে ৭ উইকেট হারিয়েছে বাংলদেশ।
সিলেট টেস্টের প্রথম দিনের চা-বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫০ ওভারে ৭ উইকেটে ১৫০ রান। টস জিতে ব্যাটিং বেছে এই পুঁজি নিয়ে নিশ্চিতভাবেই অস্বস্তিতে থাকবে স্বাগতিক দল।