শিরোনাম
◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার ◈ বেড়ে দেড় লাখ টাকার মাইলফলকে পৌঁছাল স্মারক স্বর্ণমুদ্রার দাম ◈ রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ল ◈ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ভারতীয় ও চীনা শিক্ষার্থীদের মামলা ◈ মুখে কালো কাপড়, আওয়ামী লীগের ব্যানারে রহস্যজনক মিছিল (ভিডিও)  ◈ ‘অত্যাচার করে’ পুলিশ হত্যার জবানবন্দি নেয়া হয়েছিল: আইন উপদেষ্টা

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৫, ১১:০১ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

একই দ‌লে খেল‌তে পা‌রেন মেসি ও রোনালদো

স্পোর্টস ডেস্ক ; লিও‌নেল মে‌সি ও ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো ফুটবল ইতিহাসের দুই মহানায়ক। এই দুই তারকাকে একই দলের হয়ে মাঠে দেখার আকাঙ্ক্ষা ফুটবলপ্রেমীদের। কিন্তু কোনভাবেই তা সম্ভবপর হয়ে উঠছে। এবার একই দলের হয়ে মাঠে নামার সম্ভাবনা আবারও উঁকি দিচ্ছে। আর যার পেছনে রয়েছেন আর্জেন্টাইন তারকা কার্লোস তেভেজ। -- ইএসপিএন, চ‌্যা‌নেল২৪

পেশাদার ফুটবলকে বিদায় জানিয়েছিলেন ২০২২ সালে। তিন বছর পর বিদায়ী ম্যাচ আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছেন এই ফরোয়ার্ড। আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব বোকা জুনিয়র্সের ঘরের মাঠ লা বোমবোনেরায় আয়োজন করতে চান সেই ম্যাচ। ওলগায় দেয়া এক সাক্ষাৎকারে তেভেজ জানান, নিজের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ বন্ধু ও সতীর্থদের নিয়ে একটি প্রদর্শনী ম্যাচ খেলতে চান তিনি।

তেভেজ বলেন, আমি বিদায়ী ম্যাচের আয়োজন করব। এখন শুধু সময় বের করার বিষয়। কারণ, যাদের চাই, তাদের সময় পাওয়া সহজ নয়।

তিনি আরও যোগ করেন, লিও (মেসি), ক্রিশ্চিয়ানো ওদের দু’জনকেই চাই। আমি নিজেই ওদের সঙ্গে যোগাযোগ করব। হোয়াটসঅ্যাপে ওদের নাম্বার সেভ করে রেখেছি!

আর্জেন্টিনার হয়ে খেলেছেন মেসির সঙ্গে, আর ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন রোনালদোর সঙ্গে। সেই সময়ের ইউনাইটেড সতীর্থ ওয়েইন রুনি, পল স্কোলস, ফন ডার সার, রিও ফার্ডিনান্ডদেরও চাই তেভেজের। 

জুভেন্টাস সময়ের সতীর্থ বুফন, চিয়েল্লিনি, বোনুচ্চি এবং আন্দ্রে পিরলোও আছেন তার পছন্দের তালিকায়। আর্জেন্টিনার রোমান রিকেলমেও নিশ্চিত থাকবেন বলে জানান তিনি।

মেসি বর্তমানে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে খেলছেন, আর রোনালদো রয়েছেন সৌদি ক্লাব আল নাসরে। তাদের সময় মেলানো কঠিন হলেও অসম্ভব নয় বলে আশাবাদী তেভেজ।

১৩টি ব্যালন ডি’অর জেতা এই দুই ফুটবলার সর্বশেষ একই ম্যাচে খেলেছেন ২০২৩ সালে পিএসজি–সৌদি অল স্টার ম্যাচে। তবে তেভেজের বিদায়ী ম্যাচে যদি এই দুই মহাতারকা একসঙ্গে মাঠে নামেন, তাহলে সেটি নিঃসন্দেহে ফুটবল ইতিহাসের একটি অবিস্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। মেসি–রোনালদো এখন পর্যন্ত অফিসিয়াল ম্যাচে মুখোমুখি হয়েছেন ৩৬ বার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়