শিরোনাম
◈ কা‌র্ডিফ সি‌টির বিরু‌দ্ধে হামজা চৌধুরীর শেফিল্ডের দুর্দান্ত জয় ◈ পা‌কিস্তান ক্রিকেট লি‌গে  সর্বোচ্চ উইকেটের ইতিহাস গড়লেন হাসান আলি ◈ আমরা একমতের জায়গাগুলো চিহ্নিত করতে পেরেছি, সেগুলো নিয়ে অগ্রসর হব: এনসিপির সঙ্গে বৈঠকে আলী রীয়াজ ◈ ‘আ.লীগের মিছিলের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা পেলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা’ (ভিডিও) ◈ ‘রাইজ ইন রেড’ কর্মসূচি নিয়ে আবারও রাস্তায় পলিটেকনিক শিক্ষার্থীরা ◈ ‘করোনাভাইরাস চীনের ল্যাবে তৈরি’ বলছে হোয়াইট হাউসের নতুন ওয়েবসাইট  ◈ বাংলাদেশ থেকে চলতি বছর হজে যাবেন ৮৭ হাজার জন, নেওয়া হচ্ছে যেসব ব্যবস্থা ◈ একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসাতে গণ-অভ্যুত্থান হয়নি: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ দেশের ৯ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝোড়ো বৃষ্টি হতে পারে ◈ ঢাকা বায়ুদূষণের শীর্ষে, যেসব পরামর্শ বিশেষজ্ঞদের

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৫, ১০:৩৪ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে লিওঁ‌কে হা‌রি‌য়ে সে‌মিফাইনা‌লে ম‌্যন‌চেস্টার ইউনাই‌টেড 

স্পোর্টস ডেস্ক ; অ‌নেক লড়াই ক‌রেও পার‌লো না লিওঁ, শেষ পর্যন্ত উয়েফা ইউরোপা লিগে ফিরতি লেগের কোয়ার্টার ফাইনালে নাটকীয় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটিতে লিওঁর বিপক্ষে ৫-৪ গোলের জয় পেয়েছে ইংলিশ ক্লাবটি। দুই লেগ মিলিয়ে ৭-৬ গোলে এগিয়ে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে রেড ডেভিলস।

বল পজিশনে লিওঁ আধিপত্য করলেও আক্রমণে এগিয়ে থাকে দুই দলই। প্রথমার্ধের ১০ মিনিটে ম্যানুয়েল উগার্তের গোলে ডেডলক ভাঙার পর ইনজুরি টাইমে দিয়োগো দালোতের ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করে ম্যানচেস্টার ইউনাইটেড।

বিরতির পর ৬ মিনিটের ব্যবধানে (৭১ ও ৭৭ মিনিটে) দুই গোল আদায় করে দারুণভাবে ম্যাচে ফেরে লিওঁ। নির্ধারিত সময় শেষে দুই লেগ মিলিয়ে স্কোরলাইন ৪-৪ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

সেখানে আরও দুই গোল করে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখে লিওঁ। ১০৪ মিনিটে শের্কির বাঁ পায়ের শটে এগিয়ে নেয়ার ৪ মিনিট পর সফল স্পটকিকে ব্যবধান বাড়ান লাকাজেত। ১১৪ মিনিটে সফল পেনাল্টি থেকে গোল আদায় করে ম্যানইউর আশা জাগিয়ে তোলেন ব্রুনো ফার্নান্দেজ। এরপর কোবি মাইনো ও ইনজুরি টাইমে হ্যরাই ম্যাগুয়েরের দারুণ ফিনিশিংয়ে জয় নিশ্চিত হয় ম্যানচেস্টার ইউনাইটেডের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়