শিরোনাম
◈ প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি - বিএনপি ◈ নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের ◈ ১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ ◈ অফিস সময়ে সভা করতে সম্মানী নয়: জ্বালানি উপদেষ্টা ◈ হজ ফ্লাইট ২৯ এপ্রিল, বিড়ম্বনা ও দুর্ভোগ ছাড়াই হজে যাবেন যাত্রীরা ◈ নারী সংস্কার কমিশনের প্রতিবেদন ছাপিয়ে বিলি করা হবে: ড. ইউনূস ◈ ৪ বিয়ে করে বিপাকে বৃদ্ধ, থানায় দেখা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ◈ প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম ◈ ইসরাইলিদের আল-আকসা মসজিদ ধ্বংস করার গুঞ্জন, ফিলিস্তিনের সতর্কবার্তা

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৫, ১০:৪৮ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চোটে কান্নায় ভেঙে পড়লেন নেইমার, ফের শঙ্কায় ফুটবল ভবিষ্যৎ

চোটের সঙ্গে নেইমারের সম্পর্কটা অনেক দিনের। সে সমস্যা আবার দেখা দিল। বুধবার আতলেতিকো মিনেইরোর বিপক্ষে সান্তোসের ম্যাচে খেলার মাত্র ৩০ মিনিটের মাথায় তিনি চোট পেয়ে মাঠ ছাড়েন। ধারণা করা হচ্ছে, এবার তার হ্যামস্ট্রিংয়ে সমস্যা হয়েছে।

৩৩ বছর বয়সি নেইমার মাঠছাড়ার সময় বেশ কান্নায় ভেঙে পড়েন। তাকে স্ট্রেচারে করে মাঠ থেকে সরিয়ে নেওয়া হয়। তখন সান্তোস ২-০ গোলে এগিয়ে ছিল। ৩৪ মিনিটে তাকে বদলি করা হয়।

মার্চে ব্রাজিলের ম্যাচ এবং সান্তোসের পাউলিস্তা সেমিফাইনালে করিন্থিয়ানসের বিপক্ষে খেলা হয়নি নেইমারের। সেবারও চোটের কারণে মিস করেন খেলাগুলো। তখন তার বাঁ ঊরুতে চোট ছিল। 

সে চোট কাটিয়ে আজই তিনি প্রথম একাদশে ফিরেছিলেন। তবে তার এই ফেরা ৩০ মিনিটও স্থায়ী হলো না। তার আগেই হ্যামস্ট্রিংয়ের চোট পথ আগলে দাঁড়াল নেইমারের।

তার আগেও তিনি দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি। ২০২৩ সালের অক্টোবরে এসিএল আর মেনিসকাস ছিঁড়ে গিয়েছিল তার। সে কারণে আল হিলালে যোগ দেওয়ার পর ৭ ম্যাচেই আটকে যায় তার সৌদি-অভিযান।

নেইমার চলতি বছরের জানুয়ারিতে ফ্রি এজেন্ট হিসেবে সান্তোসে যোগ দেন। এখানেও চোট পিছু ছাড়েনি তার। 

এখন প্রশ্ন উঠেছে, নেইমারকে কি তাড়াহুড়া করে খেলানো হয়েছে? এই চোট তার ক্যারিয়ারের জন্য নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়