শিরোনাম
◈ ঢাকায় ‘র’ এর স্টেশন চীফ কে, জানালেন সাংবাদিক জুলকারনাইন ◈ আয়তন বাড়ছে বাংলাদেশের: গত ৩৬ বছরে শুধু সন্দ্বীপের আশপাশে ভূমি বেড়েছে ৪৭৫ বর্গকিলোমিটার ◈ আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ◈ আশুগঞ্জের ‍তরুণ রাশিয়ার হয়ে যুদ্ধে, খবর এলো মৃত্যুর ◈ ৬ মাসের শিশু রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ◈ অনার্স পড়ুয়া ভাগ্নের প্রেমে পালালেন মামি, সন্তান ও স্বর্ণালঙ্কারসহ উধাও ◈ যুক্তরাষ্ট্রে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল, এআই নিরীক্ষায় ভারতীয় ও বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ◈ শনিবার থেকে গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল ◈ আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কক্সবাজার-মহেশখালী নৌ রুটে সী ট্রাক চালু: পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৫, ১০:২৪ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ড্র হওয়ায় বায়ার্ন মিউ‌নি‌খের বিদায়, সেমিফাইনা‌লে ইন্টার মিলান

স্পোর্টস ডেস্ক; ম‌্যাচ ড্র হ‌লেও ভা‌গ্যের দরজা খু‌লে গে‌ছে ইন্টার মিলা‌নের, চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে বায়ার্ন মিউনিখকে রুখে দিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ইন্টার মিলান। বুধবার (১৬ এপ্রিল) রাতে সান সিরোতে ২-২ গোলে ড্র করলেও প্রথম লেগের ২-১ গোলের জয়ে দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে এগিয়ে থেকে শেষ চারে জায়গা করে নেয় ইন্টার। -- চা‌নেল২৪

ম্যাচের দ্বিতীয়ার্ধে হ্যারি কেইনের গোলে দুই লেগে সমতায় ফেরে বায়ার্ন (২-২)। তবে স্বাগতিকদের জবাব আসে দ্রুতই। মাত্র তিন মিনিটের ব্যবধানে লাউতারো মার্তিনেস ও বাঁজামাঁ পাভার্দের গোল ইন্টারকে এগিয়ে নেয় ৪-২ ব্যবধানে।

৭৬ মিনিটে কর্নার থেকে এরিক ডায়ারের হেডে গোল করে ব্যবধান কমায় বায়ার্ন। এরপর সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালায় জার্মান ক্লাবটি। একের পর এক আক্রমণে ব্যস্ত রাখে ইন্টারের রক্ষণভাগকে। ইনজুরি টাইমে মুলার ও কোমানের দু’টি সুযোগ হাতছাড়া হলে শেষ পর্যন্ত হতাশ হয় বায়ার্ন শিবির।

পুরো ম্যাচজুড়েই ছিল আক্রমণ-পাল্টা আক্রমণের উত্তেজনা। যদিও প্রথমার্ধে আক্রমণে দাপট দেখিয়েও পরিষ্কার সুযোগ তৈরি করতে ব্যর্থ হয় বায়ার্ন। দ্বিতীয়ার্ধেই মূল নাটক জমে ওঠে।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে সান সিরো। ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এবার সেমিফাইনালে জায়গা করে নিল ইন্টার মিলান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়