শিরোনাম
◈ বড় হারে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন  ◈ জ্বালানির চাহিদা মেটাতে নতুন বিনিয়োগ খুঁচছে সরকার  ◈ ঢাকায় ফিরলেন যুক্তরাষ্ট্র থেকে অবৈধ বাংলাদেশি অভিবাসীরা ◈ প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিল নারীবিষয়ক সংস্কার কমিশন ◈ ইজিবাইকসহ অপহরণকৃত চালককে উদ্ধার করেছে নৌবাহিনী ◈ হামজা চৌধুরী‌কে দেখে সামিত শোম বললেন, আমি বাংলা‌দে‌শের হ‌য়ে খেল‌তে আগ্রহী, পাসপোর্ট করছি ◈ রোববার প্রথম টে‌স্টে বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে মু‌খোমু‌খি, না‌হিদ রানা‌কে ভয় পা‌চ্ছে সফরকারীরা  ◈ ইংল্যান্ড প্রিমিয়ার লি‌গে খেল‌বেন সাব্বির রহমান, রওনা হ‌বেন ২ মে ◈ ভারতের সঙ্গে ‘যুদ্ধ যুদ্ধ খেলায়’ ডুবছে তাদেরই অর্থনীতি! ঢাকাকে বার্তা দিল নয়াদিল্লি: আনন্দবাজারের প্রতিবেদন ◈ ট্রাম্প-শি জিনপিং-মোদি এসে বাংলাদেশে কিছু করে দিয়ে যাবেন না: মির্জা ফখরুল (ভিডিও)

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৫, ১১:২৭ রাত
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

গভীর রা‌তে আ‌র্সেনাল ও রিয়াল মা‌দ্রিদ মু‌খোমু‌খি

স্পোর্টস ডেস্ক ; আর্সেনালের বিপক্ষে প্রত্যাবর্তনের গল্প লেখে সেমি-ফাইনালে ওঠার ছক কষছে রিয়াল মাদ্রিদ। আর বর্তমান চ্যাম্পিয়নদের এই পরিকল্পনা ভেস্তে দিতে শিষ্যদের সাহসী হতে এবং নিজেদের ওপর বিশ্বাস রাখার আহ্বান জানিয়েছেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা।

বুধবার ( ১৬ এ‌প্রিল) বাংলা‌দেশ সময় রাত ১টায় সান্তিয়াগো বের্নাবেউয়ে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে স্বাগতিকদের মাঠে নামবে আর্সেনাল। ঘরের মাঠে প্রথম লেগ ৩-০ গোলে জিতে শেষ চারের পথে অনেকটাই এগিয়ে আছে ইংলিশ ক্লাবটি।

তবে আর্তেতার ভালো করেই জানা আছে, এমন পরিস্থিতি থেকেও ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর সক্ষমতা আছে রিয়ালের। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আর্সেনাল কোচ বলেন, “আমাদের লক্ষ্য এই ম্যাচটাও জেতা। ঠিক যেমনটা আমরা লন্ডনে করেছি। রিয়াল মাদ্রিদ আমাদের এমন জায়গায় নিতে চাইবে, যেখানে আমরা যেতে চাই না। আমি এটা বুঝতে পারি কারণ এটা তাদের ইতিহাসের অংশ এবং তারা এ ধরনের প্রত্যাবর্তনের কথা বলার অধিকার রাখে।”

আমাদের জয়ের মানসিকতা দেখাতে হবে। সাহসী, আধিপত্য বিস্তারকারী এবং দৃঢ়প্রতিজ্ঞ হতে হবে। আমাদের বিশ্বাস থাকতে হবে যে আমরা তাদের চেয়ে ভালো খেলতে পারি এবং এই ম্যাচটিও জিততে পারি।

২০০৯ সালে সবশেষ চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনালে উঠেছিল আর্সেনাল। আর সব মিলিয়ে মাত্র দুবার শেষ চারে খেলেছে তারা। তৃতীয়বার সেমি-ফাইনালে ওঠার সুযোগ সামনে রেখে আর্তেতা খেলোয়াড়দের এই মুহূর্তের উত্তেজনা উপভোগ করার পরামর্শ দিয়েছেন।

যখন আপনি একটা গল্প তৈরি করতে চান, প্রথমেই আপনাকে সেটা নিয়ে রোমাঞ্চিত হতে হবে। খেলোয়াড়দের প্রস্তুত থাকতে হবে এবং তারা যা অর্জন করতে চায়, সেটা নিয়ে দৃঢ় বিশ্বাস রাখতে হবে।

এভাবে সেমিতে উঠতে হলে আমাদের এটা বিশ্বাস করতে হবে যে, আমরা যেকোনো পরিস্থিতি সামাল দিতে পারব। আমরা এই ম্যাচ উপভোগ করতে যাচ্ছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়