নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের আরেক নারী ফুটবলার কৃষ্ণা রানী সরকার ভুটানে রওনা হয়ে গেছেন সে দেশে ফুটবল লিগ খেলতে। বাংলাদেশের দশম ফুটবলার হিসেবে ভুটান গেলেন তিনি।
এর আগে, সাবিনা-ঋতুপর্ণাসহ সাফজয়ী ৯ ফুটবলার গেছেন ভুটানের লিগে অংশ নিতে। তবে ওয়ার্ক পারমিট পেতে বিলম্ব হওয়ায় সবশেষ সদস্য হিসেবে আজ বুধবার (১৬ এপ্রিল) দেশটিতে গেলেন কৃষ্ণা।
সব মিলিয়ে বাংলাদেশের ১০ নারী ফুটবলার খেলছেন ভুটানের লিগে। তারা হলেন– সাবিনা খাতুন, মাসুরা পারভীন, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা, মাতসুশিমা সুমাইয়া, মারিয়া মান্দা, রুপনা চাকমা, সানজিদা আক্তার, শামসুন্নাহার সিনিয়র ও কৃষ্ণা রানী সরকার।
ভুটান নারী লিগে ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে খেলবেন তিনি। একই দলে খেলবেন বাংলাদেশের অন্য দুই ফুটবলার মাসুরা পারভীন ও গোলরক্ষক রুপনা চাকমা।
পারো এফসির হয়ে খেলবেন সাবিনা, সুমাইয়া, ঋতুপর্ণা ও মনিকা চাকমা। আর থিম্পু সিটির জার্সিতে দেখা যাবে সানজিদা, মারিয়া ও শামসুন্নাহারকে।
২০২২ সালের সাফজয়ী বাংলাদেশ দলের গুরুত্বপুর্ণ সদস্য ছিলেন কৃষ্ণা রানী।