শিরোনাম
◈ জিত‌লো অ্যাস্টন ভিলা, সেমিফাইনালে গে‌লে্া পিএসজি ◈ ২৪ ঘণ্টার মধ্যে ২৫ জেলায় আম পৌঁছে দেবে ডাক বিভাগের ‘স্পিডপোস্ট’ ◈ কারিগরি শিক্ষার্থীদের ৬ দফা দাবিতে সাতরাস্তা মোড় অবরোধ ◈ প্রধান উপদেষ্টার  সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি, ইস্যু নির্বাচনী রোডম্যাপ ◈ পহেলা বৈশাখের মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে দুর্বৃত্তদের আগুন, গুরুত্ব দিয়ে তদন্ত করছে প্রশাসন ◈ কৌশলে রোহিঙ্গার হাতে বাংলাদেশি এনআইডি ◈ ডেই‌লি সান‌কে সা‌কিব; আমার স্বপ্ন বাংলাদেশের হয়ে খেলে দেশের মাটিতেই অবসর নে‌বো  ◈ এবার গ্রীষ্মে কতটা লোডশেডিং হতে পারে? ◈ সুরা ফাতিহা ব্যঙ্গ করে ভিডিও, ইব্রাহিম ও মুক্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ মাত্র একদিনের জন্য প্রিন্সিপাল

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৫, ১২:৪০ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

স্কটল্যান্ডকে হারিয়ে নারী বিশ্বকা‌পের মূলপর্বের দ্বারপ্রা‌ন্তে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: ফারজানা হক, শারমিন আক্তার ও নিগার সুলতানা জ্যোতির ফিফটিতে নিজেদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ সংগ্রহ গড়েছিল বাংলাদেশ। এরপর বাকি কাজটুকু সেরেছেন বোলাররা। স্কটল্যান্ডকে ৩৪ রানে হারিয়ে ২০২৫ ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বের আরও কাছে পৌঁছেছে জ্যোতির দল। -- অলআউট স্পোর্টস

মঙ্গলবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাছাইপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ২৭৬ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে স্কটল্যান্ডের ইনিংস থামে ৯ উইকেটে ২৪২ রানে।

টানা তৃতীয় জয়ে ছয় দলের বাছাইপর্বে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ব্যাটিংয়ে এদিনও দ্রুত ফেরেন ওপেনার ইশমা তানজিম (১৪)। দ্বিতীয় উইকেটে ১০৩ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন ফারজানা ও শারমিন। প্রথম ম্যাচেও এই দুই ব্যাটার মিলে শতরানের জুটি গড়েছিলেন। সব মিলিয়ে এটি তাদের চতুর্থ শতরানের জুটি। এছাড়া বাংলাদেশের প্রথম জুটি হিসেবে ওয়ানডেতে ১ হাজার রান করার কীর্তি গড়েন ফারজানা ও শারমিন।

ক্যারিয়ারের ১৫তম ফিফটিতে ৮৪ বলে ৬ চারে ৮৪ বলে ফারজানা ৫৭ রান করে আউট হলে এই জুটি ভাঙে। শারমিনের ব্যাট থেকেও আসে ৫৯ বলে ৭ চারে ৫৭ রান।

এরপর দ্রুতই সাজঘরের পথ দেখেন সোবহানা মোস্তারি ও রিতু মনি। ষষ্ঠ উইকেটে ফাহিমা খাতুনের সঙ্গে ৪৪ বলে ৬১ রানের জুটি গড়েন জ্যোতি। এর মাঝে ৩৯ বলে ক্যারিয়ারের দশম ফিফটি তুলে নেন তিনি। বাছাইপর্বে এটি তার তৃতীয় ফিফটি।

৫৯ বলে ১১ চারে ৮৩ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হন জ্যোতি। তার এই ঝড়ো ইনিংসের সুবাদে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড গড়ে বাংলাদেশ। আগের রেকর্ডটি ছিল ৩ উইকেটে ২৭১ রানের, গত বৃহস্পতিবার থাইল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে জ্যোতি খেলেন ৮০ বলে ১০১ রানের ইনিংস।

বড় লক্ষ্য তাড়ায় নামা স্কটল্যান্ডের ইনিংসের শুরুতেই আঘাত হানেন মারুফা আক্তার। পাওয়ারপ্লের ভেতর দ্রুত আরও দুই উইকেট তুলে নেন নাহিদা আক্তার। এরপর স্পিনারদের ঘূর্ণি জাদুতে কাবু হয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় হারের শঙ্কায় পড়ে স্কটিশরা। কিন্তু অষ্টম উইকেটের ১১৫ রানের জুটিতে সেই শঙ্কা কাটায় তারা। তবে তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। নাহিদার শিকার ৪ উইকেট। ২ উইকেট নেন জান্নাতুল ফেরদৌস।

আগামী বৃহস্পতিবার নিজেদের চতুর্থ ম্যাচে কঠিন প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচ জিতলেই সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের মূলপর্বের টিকিট পবে জ্যোতির দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়