শিরোনাম
◈ ঢাকায় ‘র’ এর স্টেশন চীফ কে, জানালেন সাংবাদিক জুলকারনাইন ◈ আয়তন বাড়ছে বাংলাদেশের: গত ৩৬ বছরে শুধু সন্দ্বীপের আশপাশে ভূমি বেড়েছে ৪৭৫ বর্গকিলোমিটার ◈ আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ◈ আশুগঞ্জের ‍তরুণ রাশিয়ার হয়ে যুদ্ধে, খবর এলো মৃত্যুর ◈ ৬ মাসের শিশু রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ◈ অনার্স পড়ুয়া ভাগ্নের প্রেমে পালালেন মামি, সন্তান ও স্বর্ণালঙ্কারসহ উধাও ◈ যুক্তরাষ্ট্রে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল, এআই নিরীক্ষায় ভারতীয় ও বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ◈ শনিবার থেকে গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল ◈ আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কক্সবাজার-মহেশখালী নৌ রুটে সী ট্রাক চালু: পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৫, ০৬:০৬ বিকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

হঠাৎ বিসিবিতে দুদকের অভিযান, তিন‌টি বড় ধরণের অনিয়মের চিত্র উ‌ঠে এ‌লো

নিজস্ব প্রতি‌বেদক; বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডে ( বিসিবি) হঠাৎ হাজির দুদকের তিন কর্মকর্তা। ডিপিএলের খেলা না থাকা ও জাতীয় দলের ক্রিকেটাররা জিম্বাবুয়ে সিরিজের কারণে সিলেটে থাকায় নীরব বিসিবিতে হঠাৎ যেন প্রাণ ফিরে এলো। সংবাদকর্মীদের মাঝে বেড়ে গেল ব্যস্ততা। সবারই মাঝে কৌতুহল! হঠাৎ কী কারণে বিসিবিতে দুদকের আগমন।

তবে তাদের কৌতূহল নিয়ে বেশিক্ষণ থাকতে হয়নি। একটু পরেই বিসিবিতে অভিযান পরিচালনা করার কারণ জানিয়েছেন দুদক কর্মকর্তা মাহমুদুল হাসান।

তিনি বলেন, ‘আমরা দুর্নীতি দমন কমিশনের মূল কার্যালয় থেকে এসেছি একটি অভিযোগের ভিত্তিতে। অভিযোগটির মুল বিষয় ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বিভিন্ন বাছাই প্রক্রিয়ায় অবৈধ অর্থ অর্জনসহ নানাবিধ দুর্নীতি এবং নানাবিধ অভিযোগের ভিত্তিতে মুলত আজকের এনফোর্সমেন্ট অভিযানটি।

মাহমুদুল হাসান আরও বলেন, ‘আমাদের কাছে সুনির্দিষ্ট কিছু অভিযোগ ছিল তার মধ্যে আছে থার্ড ডিভিশন কোয়ালিফাইংয়ের ব্যাপারে। ২০২৩ সাল সহ বিগত বছরগুলোতে কিভাবে টিম নির্ধারণ হয়েছে সেটা দেখতে আমরা এসেছি। আগে আবেদনের জন্য ফি নির্ধারণ ছিল ৫ লক্ষ টাকা। তখন দুই অথবা তিনটা টিম এখানে আবেদন করতো, তা থেকে তারা বাছাই করতো দুইটা অথবা একটা টিম। কিন্তু এ বছর দেখা গেছে যে, ফি যখন এক লক্ষ টাকা করে দিল তখন ৬০টা টিম আবেদন করেছে। এটা হয়তোবা কিছু কারণ আছে। ব্যক্তিগত কোনো প্রভাব কিংবা বোর্ডের কোনো প্রভাব ছিল কিনা। বেশ কিছু ক্রাইটেরিয়া ছিল যেটা পাড়া-মহল্লার ক্লাবগুলো পক্ষে ফিলাপ করা সম্ভব ছিল না। এই জিনিসগুলো আমরা একটু যাচাই-বাছাই করে দেখব।

সবশেষ বিপিএলে রেকর্ড পরিমান অর্থের টিকিট বিক্রি করেছে বিসিবি। যা ছাড়িয়ে গেছে গত আট আসরের আয়কেও। এই বিষয়ে দুদকের মাহমুদুল হাসান বলেন, ‘আরও একটা ব্যাপার ছিল যে টিকিট বিক্রির বিষয়টি। বিপিএলের তৃতীয় আসর থেকে দশম আসার পর্যন্ত জানেন যে.... বিসিবির অন্যান্য এর থেকে টিকিট সেলিং এর একটা ইনকাম আছে। সেখানে দেখা গেছে যে গত ৮ আসরে ১৫ কোটি টাকা আয় দেখানো হয়েছে। এবার যখন বিসিবি নিজেরা টিকিট বিক্রি করল এবার এগারোতম আসরে তখন দেখা গেল যে আয় ১৩ কোটি টাকা প্রায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়