শিরোনাম
◈ এলডিপিতে যোগ দিচ্ছেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দী ◈ আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে দলবদ্ধভাবে ঢাকামুখী হচ্ছেন, মূল টার্গেট এখন পুলিশ! ◈ এনআইডি সার্ভার থেকে অনুমতি ছাড়া তথ্য খুঁজলেই কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ইসির ◈ মেট্রোস্টেশন থেকে মোবাইল চুরির ঘটনা ধরা পড়েছে স্টেশনের সিসিটিভি ক্যামেরায় ◈ এএফ‌সি থে‌কে ২.৫ মিলিয়ন ডলার অনুদান পে‌লো বাফুফে ◈ সহজ জ‌য়ে বা‌র্সেলোনা ৬ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ◈ ধানমন্ডিতে গাড়ি থেকে চাঁদা আদায়ের ভিডিও ভাইরাল, অভিযুক্ত সেই যুবক আটক ◈ পাচার হওয়া অর্থ ফেরত আনার কাজের অগ্রগতি কেমন? ◈ দেশের রিজার্ভ বেড়ে ২৬ দশমিক ৫১ বিলিয়ন ডলার ◈ আরও ৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৫, ০৬:০৬ বিকাল
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

হঠাৎ বিসিবিতে দুদকের অভিযান, তিন‌টি বড় ধরণের অনিয়মের চিত্র উ‌ঠে এ‌লো

নিজস্ব প্রতি‌বেদক; বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডে ( বিসিবি) হঠাৎ হাজির দুদকের তিন কর্মকর্তা। ডিপিএলের খেলা না থাকা ও জাতীয় দলের ক্রিকেটাররা জিম্বাবুয়ে সিরিজের কারণে সিলেটে থাকায় নীরব বিসিবিতে হঠাৎ যেন প্রাণ ফিরে এলো। সংবাদকর্মীদের মাঝে বেড়ে গেল ব্যস্ততা। সবারই মাঝে কৌতুহল! হঠাৎ কী কারণে বিসিবিতে দুদকের আগমন।

তবে তাদের কৌতূহল নিয়ে বেশিক্ষণ থাকতে হয়নি। একটু পরেই বিসিবিতে অভিযান পরিচালনা করার কারণ জানিয়েছেন দুদক কর্মকর্তা মাহমুদুল হাসান।

তিনি বলেন, ‘আমরা দুর্নীতি দমন কমিশনের মূল কার্যালয় থেকে এসেছি একটি অভিযোগের ভিত্তিতে। অভিযোগটির মুল বিষয় ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বিভিন্ন বাছাই প্রক্রিয়ায় অবৈধ অর্থ অর্জনসহ নানাবিধ দুর্নীতি এবং নানাবিধ অভিযোগের ভিত্তিতে মুলত আজকের এনফোর্সমেন্ট অভিযানটি।

মাহমুদুল হাসান আরও বলেন, ‘আমাদের কাছে সুনির্দিষ্ট কিছু অভিযোগ ছিল তার মধ্যে আছে থার্ড ডিভিশন কোয়ালিফাইংয়ের ব্যাপারে। ২০২৩ সাল সহ বিগত বছরগুলোতে কিভাবে টিম নির্ধারণ হয়েছে সেটা দেখতে আমরা এসেছি। আগে আবেদনের জন্য ফি নির্ধারণ ছিল ৫ লক্ষ টাকা। তখন দুই অথবা তিনটা টিম এখানে আবেদন করতো, তা থেকে তারা বাছাই করতো দুইটা অথবা একটা টিম। কিন্তু এ বছর দেখা গেছে যে, ফি যখন এক লক্ষ টাকা করে দিল তখন ৬০টা টিম আবেদন করেছে। এটা হয়তোবা কিছু কারণ আছে। ব্যক্তিগত কোনো প্রভাব কিংবা বোর্ডের কোনো প্রভাব ছিল কিনা। বেশ কিছু ক্রাইটেরিয়া ছিল যেটা পাড়া-মহল্লার ক্লাবগুলো পক্ষে ফিলাপ করা সম্ভব ছিল না। এই জিনিসগুলো আমরা একটু যাচাই-বাছাই করে দেখব।

সবশেষ বিপিএলে রেকর্ড পরিমান অর্থের টিকিট বিক্রি করেছে বিসিবি। যা ছাড়িয়ে গেছে গত আট আসরের আয়কেও। এই বিষয়ে দুদকের মাহমুদুল হাসান বলেন, ‘আরও একটা ব্যাপার ছিল যে টিকিট বিক্রির বিষয়টি। বিপিএলের তৃতীয় আসর থেকে দশম আসার পর্যন্ত জানেন যে.... বিসিবির অন্যান্য এর থেকে টিকিট সেলিং এর একটা ইনকাম আছে। সেখানে দেখা গেছে যে গত ৮ আসরে ১৫ কোটি টাকা আয় দেখানো হয়েছে। এবার যখন বিসিবি নিজেরা টিকিট বিক্রি করল এবার এগারোতম আসরে তখন দেখা গেল যে আয় ১৩ কোটি টাকা প্রায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়