শিরোনাম
◈ ঢাকায় ‘র’ এর স্টেশন চীফ কে, জানালেন সাংবাদিক জুলকারনাইন ◈ আয়তন বাড়ছে বাংলাদেশের: গত ৩৬ বছরে শুধু সন্দ্বীপের আশপাশে ভূমি বেড়েছে ৪৭৫ বর্গকিলোমিটার ◈ আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ◈ আশুগঞ্জের ‍তরুণ রাশিয়ার হয়ে যুদ্ধে, খবর এলো মৃত্যুর ◈ ৬ মাসের শিশু রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ◈ অনার্স পড়ুয়া ভাগ্নের প্রেমে পালালেন মামি, সন্তান ও স্বর্ণালঙ্কারসহ উধাও ◈ যুক্তরাষ্ট্রে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল, এআই নিরীক্ষায় ভারতীয় ও বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ◈ শনিবার থেকে গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল ◈ আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কক্সবাজার-মহেশখালী নৌ রুটে সী ট্রাক চালু: পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৫, ০৫:৪৩ বিকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডি‌পিএ‌লের সুপার লি‌গে মোহামেডানের হ‌য়ে খেলবেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক ; অ‌নেক দিন ধ‌রে পুরনো একটা চোটের পুনর্বাসন চলছিলো কাটার মাষ্টার মোস্তা‌ফিজুর রহমা‌নের। এখন তি‌নি সুস্থই বলা যায়, এবার তি‌নি লিগের শেষ ধাপে মা‌ঠে নামতে যাচ্ছেন। শিরোপা জেতার লড়াইয়ে থাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে সুপার লিগ রাউন্ডে খেলবেন তিনি।

মঙ্গলবার ( ১৫ এ‌প্রিল ) মোহামেডান ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন এই খবরের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বাঁ-হাতি পেসার সুপার লিগের ম্যাচগুলোতে তাদের হয়ে খেলতে রাজি হয়েছেন।

মঙ্গলবার মিরপুরের জাতীয় ক্রিকেট একাডেমিতে একটি অনুশীলন সেশনে মুস্তাফিজুরকে মোহামেডানের অন্যান্য খেলোয়াড়দের সঙ্গে অনুশীলন করতেও দেখা গেছে।

এর আগে, বাঁ-হাতি পেসার ডিপিএল খেলোয়াড়দের ট্রান্সফারের জন্য টোকেন নেননি এবং চলমান আসরের লিগ পর্বের ম্যাচগুলোতে খেলেননি। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার পর বিরতিতে থাকা বাঁ-হাতি পেসারের পুরনো কাঁধের চোট ফিরে আসায় ১১ই মার্চ তিনি একটি পিআরপি ইনজেকশনও নিয়েছেন।

সাজ্জাদ আরও জানিয়েছেন, জিম্বাবুয়ের বিপক্ষে ২০শে এপ্রিল সিলেট থেকে শুরু হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য তাদের কয়েকজন ক্রিকেটার টেস্ট দলে যোগ দেওয়ায়, এছাড়া কিছু খেলোয়াড়ের ইনজুরির সমস্যা থাকায় তারা আরও কয়েকজন ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করেছেন।

আগামী ১৭ এপ্রিল থেকে শুরু হবে সুপার লিগ রাউন্ড। প্রথম রাউন্ডে দুই ম্যাচ হেরে ১৮ পয়েন্ট মোহামেডানের, সমান ১৮ পয়েন্ট বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডও। তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকার বিচারে শীর্ষে আছে মোহামেডান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়