শিরোনাম
◈ বড় হারে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন  ◈ জ্বালানির চাহিদা মেটাতে নতুন বিনিয়োগ খুঁচছে সরকার  ◈ ঢাকায় ফিরলেন যুক্তরাষ্ট্র থেকে অবৈধ বাংলাদেশি অভিবাসীরা ◈ প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিল নারীবিষয়ক সংস্কার কমিশন ◈ ইজিবাইকসহ অপহরণকৃত চালককে উদ্ধার করেছে নৌবাহিনী ◈ হামজা চৌধুরী‌কে দেখে সামিত শোম বললেন, আমি বাংলা‌দে‌শের হ‌য়ে খেল‌তে আগ্রহী, পাসপোর্ট করছি ◈ রোববার প্রথম টে‌স্টে বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে মু‌খোমু‌খি, না‌হিদ রানা‌কে ভয় পা‌চ্ছে সফরকারীরা  ◈ ইংল্যান্ড প্রিমিয়ার লি‌গে খেল‌বেন সাব্বির রহমান, রওনা হ‌বেন ২ মে ◈ ভারতের সঙ্গে ‘যুদ্ধ যুদ্ধ খেলায়’ ডুবছে তাদেরই অর্থনীতি! ঢাকাকে বার্তা দিল নয়াদিল্লি: আনন্দবাজারের প্রতিবেদন ◈ ট্রাম্প-শি জিনপিং-মোদি এসে বাংলাদেশে কিছু করে দিয়ে যাবেন না: মির্জা ফখরুল (ভিডিও)

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৫, ১১:০৫ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

মুম্বাই ইন্ডিয়ান্সের সমর্থক নীতা আম্বানীকে সামনে পেয়ে যে আবদার জানালেন

স্পোর্টস ডেস্ক ; আই‌পিএ‌লে ৫ বা‌রের চ‌্যা‌ম্পিয়ন মুম্বাই ইন্ডয়ান্স চলতি আইপিএলের শুরু থেকেই ধুঁকছে। এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলে মাত্র দু’টিতে জয়ের দেখা পেয়েছেন হার্দিক পাণ্ডিয়ারা। দলের এমন পারফরম্যান্সে হতাশ মুম্বাই ইন্ডিয়ান্স সমর্থকেরা। তাই দলটির কর্ণধার নীতা আম্বানীকে সামনে পেয়ে রোহিত শর্মাকে আবার দলের অধিনায়ক করার অনুরোধ জানিয়েছেন এক সমর্থক।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক দিন আগে শিরডী সাইবাবার মন্দিরে গিয়েছিলেন নীতা। মন্দিরের বাইরে তার সঙ্গে দেখা হয় মুম্বাই ইন্ডিয়ান্সের এক সমর্থকের। নীতাকে সামনে পেয়ে সেই সমর্থক হাতজোড় করে অনুরোধ করেন, ‘দয়া করে রোহিতকে আবার নেতৃত্বে ফিরিয়ে আনুন।

দলের সমর্থকের এমন আবদার শুনেও মেজাজ হারাননি নীতা। হাসিমুখেই সেই সমর্থককে বলেন, ‘সবই বাবার (সাইবাবা) ইচ্ছা।’ নীতার সঙ্গে মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকের কথা বলার সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

জানা গেছে, ঘটনাটি দিল্লি ক্যাপিটালস-মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচের আগে। রোববারের (১৩ এপ্রিল) সেই ম্যাচেই দ্বিতীয় জয় পেয়েছেন হার্দিকেরা। 

উল্লেখ্য, আইপিএলের গত মওসুমে রোহিত শর্মাকে সরিয়ে বরোদার অলরাউন্ডারকে অধিনায়ক করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ। সেবারের আইপিএলেও পাঁচ বারের চ্যাম্পিয়নদের পারফরম্যান্স ভাল হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়