শিরোনাম
◈ মাসে অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলার গুনতে হবে মার্কিন শুল্ক থাকলে  ◈ ভারতের সঙ্গে কাশ্মীর নিয়ে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান ◈ মেরে না ফেলা পর্যন্ত ভারত, ‘র’ আর আ.লীগের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ ◈ ‘চীন সরকারের হাসপাতাল নীলফামারীতে হবে’ ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা ◈ বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ নিয়ে তিতাসের সতর্কবার্তা ◈ দেশের বাজারে আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ ◈ প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি - বিএনপি ◈ প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতনস্কেলের প্রস্তাব বাস্তবায়নে কাজ চলছে: গণশিক্ষা উপদেষ্টা ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৫, ০৫:১০ বিকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের বিরুদ্ধে আ‌র্থিক দুর্নীতির অভিযোগ 

স্পোর্টস ডেস্ক ; পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ‌বিরু‌দ্ধে আর্থিক দুর্নীতি অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে। এই অভিযোগ তুলেছেন দেশটির সাংবাদিক শাহিদ হাশমি। জানান, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য যে বাজেট পেয়েছিলো পিসিবি, তার যথাযথ ব্যবহার করা হয়নি। সামা টিভিতে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের পিচও ঠিকঠাক পরিচর্যা করে না পিসিবি— এমন অভিযোগও তোলেন তিনি।

ঘটনার সূত্রপাত সবশেষ চ্যাম্পিয়নস ট্রফির সময়ের। সাংবাদিক শাহিদ হাশমি জানান, রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পরিচর্যার জন্য কিউরেটর নিজের মোটরবাইক বিক্রি করেছেন। সামা টিভিতে কথা বলতে গিয়ে পিসিবির বিরুদ্ধে আর্থিক দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন সাংবাদিক শাহিদ হাশমি।

তিনি আরও জানান, রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের জন্য সার প্রয়োজন ছিল। এর জন্য বাজেট ও খরচের প্রস্তাব পিসিবির কাছে পাঠানো হয়েছিলো। কিন্তু সেটি নাকি থেকে যায় কেবল কাগযে কলমে। তাই কিউরেটর বাধ্য হয়ে নিজের ব্যক্তিগত মোটরবাইক বিক্রি করে সার কিনেছেন।

ঘটনা এখানেই শেষ নয়, আরও এক উদাহরণ দিয়ে আর্থিক দুর্নীতির ইঙ্গিত দেন এই সাংবাদিক। দাবি করেন চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এর জন্য যে বাজেট পিসিবি পেয়েছিলো তার কোন সঠিক ব্যবহার করা হয়নি। পিসিবি নাকি নিজেরা কিছু না করে কাজ অন্যের ঘারে চাপিয়ে দেয়। এমনকি ঘরোয়া ম্যাচের পিচ ব্যবস্থাপনার কাজও করা হয়না। ম্যাচের আগে দেয়া হয়না আবহাওয়া রিপোর্টও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়