শিরোনাম
◈ বড় হারে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন  ◈ জ্বালানির চাহিদা মেটাতে নতুন বিনিয়োগ খুঁচছে সরকার  ◈ ঢাকায় ফিরলেন যুক্তরাষ্ট্র থেকে অবৈধ বাংলাদেশি অভিবাসীরা ◈ প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিল নারীবিষয়ক সংস্কার কমিশন ◈ ইজিবাইকসহ অপহরণকৃত চালককে উদ্ধার করেছে নৌবাহিনী ◈ হামজা চৌধুরী‌কে দেখে সামিত শোম বললেন, আমি বাংলা‌দে‌শের হ‌য়ে খেল‌তে আগ্রহী, পাসপোর্ট করছি ◈ রোববার প্রথম টে‌স্টে বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে মু‌খোমু‌খি, না‌হিদ রানা‌কে ভয় পা‌চ্ছে সফরকারীরা  ◈ ইংল্যান্ড প্রিমিয়ার লি‌গে খেল‌বেন সাব্বির রহমান, রওনা হ‌বেন ২ মে ◈ ভারতের সঙ্গে ‘যুদ্ধ যুদ্ধ খেলায়’ ডুবছে তাদেরই অর্থনীতি! ঢাকাকে বার্তা দিল নয়াদিল্লি: আনন্দবাজারের প্রতিবেদন ◈ ট্রাম্প-শি জিনপিং-মোদি এসে বাংলাদেশে কিছু করে দিয়ে যাবেন না: মির্জা ফখরুল (ভিডিও)

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৫, ১২:৪৯ রাত
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

সাঁতারু হিসাবে তৈরি করে ছিন্নমূল ছেলে মেয়েদের ভাগ্য গড়ে দেবে সাঁতার ফেডারেশন: মাহবুবুর রহমান শাহিন

নিজস্ব প্রতিবেদক: গত ১২ বছরে দেশে সাঁতারু সৃষ্টি হয়নি। আওয়ামী লীগের শাসনামলে যারা সাঁতার ফেডারেশনের দায়িত্বে ছিলেন তারা শুধুই সময়ক্ষেপণ করেছেন আর ফেডারেশনের কার্যালয়কে ব্যবহার করেছেন রাজনৈতিক কার্যালয় হিসাবে। এভাবেই কেটেছে বাংলাদেশের সাঁতার। এক কথায় মেধাশূন্য করে গেছে সাতারুদের। তার উপর নতুন সাঁতারু সৃষ্টিতেও বাধা হয়েছিলো আগের কমিটি।

এ অভিযোগ করেছেন বাংলাদেশ সাঁতার ফেডারেশনের নতুন এডহক কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহিন। জয়তু এই সাঁতার সংগঠক ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত এই ফেডারেশনের সাধারণ সম্পাদক ছিলেন। তার সময়ে সোনিয়া আক্তার টুম্পা জয় করেছিলেন ১১টি স্বর্ণপদক। এই সাঁতারুর এখন বয়স হয়েছে। তাকে সুইমিংপুলে আর দেখা যাবে না।

 দেশে সাঁতারু তৈরি না হওয়ায় বিপাকে পড়ে গেছে ফেডারেশনের বর্তমান কমিটি। যারা এখন সুঁইমিং করছেন তাদের বয়স নিয়েও চিন্তিত সাধারণ সম্পাদক। তিনি বলেছেন, বয়সের কারণে পুরুষ ও নারী সাঁতারুরা বেশি দিন সাঁতার কাটতে পারবেন না। এই অবস্থায় ট্যালেন্ট হান্টের মধ্য দিয়ে সাঁতারু তৈরির কর্মসূচি হাতে নিয়েছি। মাহবুবুর রহমান বলেন, দেশের ৬৪ জেলার ১৫টি ভেন্যু থেকে খেলোয়াড় বের করে আনা হবে।

ছিন্নমূল ছেলে মেয়েদের সাঁতারু হিসাবে তৈরির পরিকল্পনা -
সাঁতারু তৈরির লক্ষ্যে অবাক করার মতো এক কর্মসূচি নিয়েছে বাংলাদেশ সাঁতার ফেডারেশন। দেশের ছিন্নমূল ছেলে মেয়েদের ভবিষ্যত গড়ার লক্ষ্য নিয়ে তাদের সাঁতারু হিসাবে তৈরি করতে চায় ফেডারেশেন। সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শহিন বলেন, ছিন্নমূল ছেলে মেয়েদের সাতারু হিসাবে তৈরি করা এবং তাদের ভবিষ্যত গড়ে দেওয়া আমাদের লক্ষ্য। তাদের পড়াশুনারও ব্যবস্থা করবো আমরা।

তিনি বলেন, সাঁতারের জন্য নির্বাচিত ছিন্নমূল ছেলে মেয়েদের ক্রীড়াপল্লীর হোস্টেলে রাখা হবে। শাহিন আরো বলেন, জেলায় জেলায় গিয়ে ছেলে মেয়েদের বাবা-মার সঙ্গে যোগাযোগ করে সাঁতারে নিয়ে আসবো। তাদের গড়ে তোলা সেরা সুঁইমার হিসাবে। 

বিদেশি কোচের অধীনে প্রশিক্ষণ-
সাঁতারের মান বাড়াতে ট্যালেন্ট হান্টের পাশাপাশি যুব সাতারুদের নিয়ে বিদেশি কোচের অধীনে প্রশিক্ষণ দেওয়া হবে। সাধারণ সম্পাদক বলছেন, দক্ষিণ কোরিয়া, জাপান ও নেদারল্যান্ডসে ভালো কোচের জন্য যোগাযোগ শুরু করেছে।

২০ বছর ধরে নষ্ট ইলেকট্রোনিক স্কোর বোর্ড -  
গত ২০ বছর ধরে নষ্ট হয়ে পড়ে আছে সাঁতারের ইলিকট্রোনিক স্কোর বোর্ড। ১৫ বছর ৭ মাস আওয়ামী লীগ সরকারে থাকলেও ফেডারেশনের কর্তারা স্কোর বোর্ড সংস্কারে কাজ করেনি। ফলে দীর্ঘ সময়ে সুঁইমিংপুলে আন্তর্জাতিক প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়নি। স্টপওয়াচ দেখে ঘরোয়া সাঁতারের আয়োজন করা হয়।

 স্কোর বোর্ড সংস্কারের কাজ করছে এনএসসি-
সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহিন এডহক কমিটির দায়িত্ব নেওয়ার পরই ইলেকট্রোনিক  স্কোর বোর্ড সংস্কার করার জন্য এনএসসিতে যোগাযোগ কেেরন। তারা (এনএসসি) এই বোর্ড সংস্কার করে আগামী মে মাসে সাঁতার ফেডারেশনের কাছে হস্তান্তর করবে বলে জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়