শিরোনাম
◈ ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার নিশ্চিতে সমঝোতা স্বাক্ষর ◈ কাশ্মীর নিয়ে কোনো ছাড় নয়, ১৩ লাখ ভারতীয় সেনাদের ভয় পায় না পাকিস্তান: জেনারেল আসিম মুনির ◈ দেশে প্রথমবার অভ্যন্তরীণ রুটে কনটেইনারবাহী জাহাজ চলাচল শুরু, রপ্তানিতে আসবে গতি ◈ 'টিপকাণ্ড' ঘিরে মানহানির মামলা: ১৬ তারকাকে আসামি করলেন সেই চাকরিচ্যুত পুলিশ সদস্য ◈ রোহিঙ্গা প্রত্যাবাসনে জটিলতা বাড়াচ্ছে আরাকান আর্মি, জাতীয় স্বার্থে আলোচনা সম্ভব: পররাষ্ট্র উপদেষ্টা ◈ কৃ‌ষি গু‌চ্ছের বিশ্ব‌বিদ‌্যালয় ও বিষয় পছ‌ন্দের আবেদন শুরু ◈ বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পক্ষে ভারতের যুক্তি: ‘আগে বাংলাদেশ কী করেছে, সেটাও দেখতে হবে’ ◈ কূটনীতিকের কাছে ৫ মিলিয়ন ডলার দাবি করেন মডেল মেঘনা: চার্জশিটে অভিযোগ ◈ মালয়েশিয়ায় বড় ধরনের অভিযান: ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ অবৈধ অভিবাসী আটক ◈ দীর্ঘ বিরতির পর ঢাকা-ইসলামাবাদে সচিব পর্যায়ের বৈঠক, শিক্ষা-বাণিজ্যসহ নানা খাতে সহযোগিতার অঙ্গীকার

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৭ সকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

রাহুলের ব্যাটে আর‌সি‌বি‌কে ৬ উই‌কে‌টে হারা‌লো  দিল্লি ক‌্যা‌পিটালস

স্পোর্টস ডেস্ক ; ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৬ উইকেটে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। লোকেশ রাহুলের ব্যাটিং বীরত্বে টানা ৪ ম্যাচ জিতেছে দলটি।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রা‌তে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পাওয়ার প্লেতে ঝড় তোলেন ফিল সল্ট। ১৭ বলে ৩৭ রান করে যখন প্যাভিলিয়নে ফেরেন, তখন বেঙ্গালুরুর রান ৩.৫ ওভারে ৬১। এরপর রানের গতি কমে যায় দলটির। বিরাট কোহলি ১৪ বলে ২২ করেন এবং রজত পাতিদার ২৩ বলে ২৫। শেষের দিকে টিম ডেভিডের ঝড়ো ৩৭ রানেই মূলত দলের সংগ্রহটা ১৬৩ দাঁড়ায়।

জবাবে ১৬৪ রানের লক্ষ্য ছুঁতে নেমে বিপদে পড়ে দিল্লি ক্যাপিটালস। ৩০ রানের মধ্যে তারা হারায় একে একে টপ অর্ডারের তিন ব্যাটার– ফাফ ডু প্লেসি, জেইক ফ্রেজার-ম্যাগার্ক ও অভিষেক পোরেলকে। দলের রান যখন ৫৮, বিদায় নেন আক্সার প্যাটেল। এরপর লোকেশ রাহুলের সঙ্গে পঞ্চম উইকেটে শতরানের জুটি গড়েন ট্রিস্টান স্টাবস। এই জুটিতে মূল কাজটা করেছেন রাহুলই, ৩২ বলে তুলেছেন ৬৮ রান। স্টাবস শুধু সঙ্গত দিয়েছেন। তিনি অপরাজিত ছিলেন ২৩ বলে ৩৮ রান নিয়ে।

গত ম্যাচে কেএলকে খেলতে হয়েছিল ওপেনিংয়ে। দলের প্রয়োজনে খেলেছিলেন ৭৭ রানের ঝকঝকে ইনিংস। এদিন আবার দাঁড়িয়ে গেলেন এই ব্যাটার। খেললেন ৫৩ বলে অপরাজিত ৯৩ রানের ইনিংস। তার এই উইলোবাজির কারণে দিল্লি লক্ষ্য ছুঁয়েছে ১৩ বল ও ৬ উইকেট হাতে রেখেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়