শিরোনাম
◈ নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের ছয় সদস্য গ্রেফতার ◈ ‌‘এই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সর্বোত্তম এবং দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি মাইলফলক, ◈ কা‌র্ডিফ সি‌টির বিরু‌দ্ধে হামজা চৌধুরীর শেফিল্ডের দুর্দান্ত জয় ◈ পা‌কিস্তান ক্রিকেট লি‌গে  সর্বোচ্চ উইকেটের ইতিহাস গড়লেন হাসান আলি ◈ গণতান্ত্রিক সংগ্রামের মাধ্যমে অর্জিত বিজয়কে ভূলন্ঠিত করা হয়েছে : অধ্যাপক আলী রীয়াজ  ◈ ‘আ.লীগের মিছিলের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা পেলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা’ (ভিডিও) ◈ ‘রাইজ ইন রেড’ কর্মসূচি নিয়ে আবারও রাস্তায় পলিটেকনিক শিক্ষার্থীরা ◈ ‘করোনাভাইরাস চীনের ল্যাবে তৈরি’ বলছে হোয়াইট হাউসের নতুন ওয়েবসাইট  ◈ বাংলাদেশ থেকে চলতি বছর হজে যাবেন ৮৭ হাজার জন, নেওয়া হচ্ছে যেসব ব্যবস্থা ◈ একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসাতে গণ-অভ্যুত্থান হয়নি: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৫, ০২:০১ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

লস অ‌্যাঞ্জেলস অলিম্পিকে ফিরছে ক্রিকেট, পুরুষ‌ ও নারী বিভা‌গে ৬‌টি ক‌রে দল খেল‌বে

‌স্পোর্টস ডেস্ক ; ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমস ক্রিকেটের ফেরার খবর তো আগেই জানা গিয়েছিল। এবার চূড়ান্ত হলো আসরে অংশগ্রহণকারী দলের সংখ্যাও। নারী ও পুরুষ ক্রিকেটে পদকের জন্য লড়াই করবে ছয়টি করে দল।

বুধবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) নির্বাহী বোর্ড বিষয়টি চূড়ান্ত করে। কিন্তু কীভাবে দল বাছাই করা হবে সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। তবে আইসিসির পরামর্শ, একটি নির্দিষ্ট সময়ের টি-টুয়েন্টি র‌্যাঙ্কিংয়ের ওপর ভিত্তি করে দলগুলো নির্বাচন করার। -- অলআউট স্পোর্টস

টি-টো‌য়ে‌ন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হতে যাওয়া ক্রিকেটের প্রতিটি ইভেন্টে মোট ৯০ জন অ্যাথলেটের কোটা রাখা হয়েছে। অর্থাৎ অংশগ্রহণকারী দেশগুলো ১৫ সদস্যের দল সাজাতে হবে।

আয়োজক যুক্তরাষ্ট্র যদি সরাসরি খেলার সুযোগ পায়, তাহলে আর পাঁচটি জায়গা বাকি থাকবে। এছাড়াও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশগুলো নিয়ে ক্রিকেট খেলা ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করা নিয়েও প্রশ্ন আছে। কেননা এই অঞ্চলের দেশগুলো কমনওয়েলথ ও অলিম্পিক গেমসে আলাদা আলাদা দেশ হিসেবে অংশ নেয়।

অলিম্পিকসে এখন পর্যন্ত একবারই ক্রিকেটে খেলা হয়েছিল। সেটিও ১৯০০ সালের প্যারিস আসরে। সেই আসরের শুরুতে গ্রেট ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম ও নেদারল্যান্ডসের অংশগ্রহণে নকআউট টুর্নামেন্টের পরিকল্পনা করা হয়েছিল। তবে বেলজিয়াম ও নেদারল্যান্ডস শেষ মুহূর্তে সরে দাঁড়ায়। ফলে ফ্রান্স ও গ্রেট ব্রিটেনের ফাইনাল দিয়ে শেষ হয় ইভেন্টটি। দুই দিনের ম্যাচে স্বাগতিকদের হারিয়ে স্বর্ণপদক পায় গ্রেট ব্রিটেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়