শিরোনাম
◈ আমরা একমতের জায়গাগুলো চিহ্নিত করতে পেরেছি, সেগুলো নিয়ে অগ্রসর হব: এনসিপির সঙ্গে বৈঠকে আলী রীয়াজ ◈ ‘আ.লীগের মিছিলের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা পেলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা’ (ভিডিও) ◈ ‘রাইজ ইন রেড’ কর্মসূচি নিয়ে আবারও রাস্তায় পলিটেকনিক শিক্ষার্থীরা ◈ ‘করোনাভাইরাস চীনের ল্যাবে তৈরি’ বলছে হোয়াইট হাউসের নতুন ওয়েবসাইট  ◈ বাংলাদেশ থেকে চলতি বছর হজে যাবেন ৮৭ হাজার জন, নেওয়া হচ্ছে যেসব ব্যবস্থা ◈ একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসাতে গণ-অভ্যুত্থান হয়নি: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ দেশের ৯ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝোড়ো বৃষ্টি হতে পারে ◈ ঢাকা বায়ুদূষণের শীর্ষে, যেসব পরামর্শ বিশেষজ্ঞদের ◈ ইন্টারপোলে হাসিনা-কাদেরসহ ১২ জনের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির আবেদন ◈ রাখাইনের গেরিলা কমান্ডার থেকে আঞ্চলিক শক্তি: তোয়ান মারত নাইংয়ের উত্থানের গল্প

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৫, ০৮:০৩ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

কঠোর শা‌স্তি হ‌তে পারে আর্জেন্টিনার

‌স্পোর্টস ডেস্ক ; ব্রা‌জিল ফুটবল ফেডা‌রেশন বেজায় ক্ষে‌পে গে‌ছে, আ‌র্জেন্টিনা‌কে সহ‌্য কর‌তে পার‌ছে না, গত মার্চে মনুমেন্তাল স্টেডিয়ামে আর্জেন্টিনার ৪-১ গোলের জয়ের ম্যাচে কিছু বিতর্কিত ঘটনা ঘটেছিল, যা এখন নতুন করে আলোচনায় এসেছে। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) অভিযোগ করছে, ওই ম্যাচে আর্জেন্টাইন সমর্থকরা বর্ণবিদ্বেষমূলক ও অশালীন আচরণ করেছে, যার জন্য তারা ফিফার মাধ্যমে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) শাস্তি দেওয়ার দাবি তুলেছে।

সিবিএফ-এর দাবি, এক ব্রাজিলিয়ান সমর্থক একজন আর্জেন্টাইন দর্শককে বানরের মতো অঙ্গভঙ্গি করতে দেখেন এবং সেই ভিডিও প্রমাণ হিসেবে তারা জমা দেবে। এই অভিযোগ সত্য প্রমাণিত হলে আর্জেন্টিনাকে বড় ধরনের শাস্তির মুখে পড়তে হতে পারে।

এমনিতেই আগের কিছু ঘটনার কারণে আর্জেন্টিনা তাদের পরবর্তী হোম ম্যাচে (কলম্বিয়ার বিপক্ষে) দর্শকশূন্য স্টেডিয়ামে খেলতে যাচ্ছে। ফলে, যদি নতুন করে এই অভিযোগ প্রমাণিত হয়, তাহলে শাস্তির মাত্রা আরও বাড়তে পারে।

এর আগে ম্যাচে বিলম্ব, বর্ণবিদ্বেষী আচরণ এবং নিরাপত্তাহীনতার কারণে ফিফা চিলিকে ৫০ শতাংশ গ্যালারি বন্ধ রাখার শাস্তি দিয়েছিল। যদিও পরে ফিফার আপিল কমিটি সেটি ২৫ শতাংশে কমিয়ে আনে, তবে তারা স্পষ্ট জানিয়ে দেয়, পুনরায় এমন কিছু ঘটলে শাস্তি আরও কঠোর হবে।

সেক্ষেত্রে আর্জেন্টিনার জন্য সম্ভাব্য শাস্তি হতে পারে, দর্শক প্রবেশে আরও কড়াকড়ি, বড় অঙ্কের আর্থিক জরিমানা, কিংবা গুরুতর ক্ষেত্রে পয়েন্ট কাটাও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়