শিরোনাম
◈ বড় হারে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন  ◈ জ্বালানির চাহিদা মেটাতে নতুন বিনিয়োগ খুঁচছে সরকার  ◈ ঢাকায় ফিরলেন যুক্তরাষ্ট্র থেকে অবৈধ বাংলাদেশি অভিবাসীরা ◈ প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিল নারীবিষয়ক সংস্কার কমিশন ◈ ইজিবাইকসহ অপহরণকৃত চালককে উদ্ধার করেছে নৌবাহিনী ◈ হামজা চৌধুরী‌কে দেখে সামিত শোম বললেন, আমি বাংলা‌দে‌শের হ‌য়ে খেল‌তে আগ্রহী, পাসপোর্ট করছি ◈ রোববার প্রথম টে‌স্টে বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে মু‌খোমু‌খি, না‌হিদ রানা‌কে ভয় পা‌চ্ছে সফরকারীরা  ◈ ইংল্যান্ড প্রিমিয়ার লি‌গে খেল‌বেন সাব্বির রহমান, রওনা হ‌বেন ২ মে ◈ ভারতের সঙ্গে ‘যুদ্ধ যুদ্ধ খেলায়’ ডুবছে তাদেরই অর্থনীতি! ঢাকাকে বার্তা দিল নয়াদিল্লি: আনন্দবাজারের প্রতিবেদন ◈ ট্রাম্প-শি জিনপিং-মোদি এসে বাংলাদেশে কিছু করে দিয়ে যাবেন না: মির্জা ফখরুল (ভিডিও)

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৫, ০৪:২৬ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিএসএল  খেল‌তে রিশাদ হো‌সেন্ এখন পা‌কিস্তা‌নে, বাংলায় বরণ করে নিলেন শা‌হিন আফ্রিদিরা

স্পোর্টস ডেস্ক ; বাংলা‌দে‌শের লেগ স্পিনার রিশাদ হো‌সেন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে দেশটিতে পৌঁছেছেন। লাহোর কালান্দার্সের হয়ে এবারের পিএসএলে মাঠ মাতাবেন তিনি।

তরুণ এই লেগিকে বরণ করে নিয়েছে লাহোর কালান্দার্স। বুধবার (৯ এপ্রিল) দুপুরে বরণ করে নেয়ার সেই ভিডিও ক্লিপটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে শেয়ার করেন রিশাদ।

ভিডিওতে দেখা গেছে, লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি আর স্বত্বাধিকারী সামিন রানা মিলে তাকে বরণ করছেন। সেখানে ছিলেন আরেক অভিজ্ঞ ‘কালান্দার’ সিকান্দার রাজাও। সিকান্দারই মূলত তাকে বরণ করে নেয়ার কাজটা করেছেন।

রিশাদ তার রুমের দরজা খুলতেই এই তিনজনকে দেখতে পান। সিকান্দার রাজা ভাঙা ভাঙা বাংলায় তাকে জিজ্ঞেস করেন, ‘তুমি মার (আমার) বন্ধু হবে? শাহিন ভাইয়ের? জবাবে রিশাদ বাংলাতেই বলেন, হ্যাঁ হব।
এরপর সামিন রানার সঙ্গে পরিচয় হয় রিশাদের। তার সঙ্গে অবশ্য উর্দুতেই কথা বলেন সামিন। জিজ্ঞেস করেন, ‘উর্দু বলতে পারো তো?’ জবাবে বাংলাদেশি লেগ স্পিনার হ্যাঁ সূচক উত্তর দেন। তারপর লাহোরের স্বত্বাধিকারী ও টিম ডিরেক্টর সামিন বলেন, তাহলে তো খুব মজা হবে!

রিশাদের শেয়ার করা ক্লিপটির মূল ভিডিওটি লাহোরের ফেসবুক পেজেও দেখা গেছে। সেখানে দেখা যায় তিনি ছাড়াও ডেভিড ভিসা, স্যাম বিলিংস, কুশল পেরেরাদেরও বরণ করে নিয়েছে লাহোর।

আগামী ১১ এপ্রিল টুর্নামেন্টের প্রথম ম্যাচেই লাহোর মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেডের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়