শিরোনাম
◈ ঢাকায় ‘র’ এর স্টেশন চীফ কে, জানালেন সাংবাদিক জুলকারনাইন ◈ আয়তন বাড়ছে বাংলাদেশের: গত ৩৬ বছরে শুধু সন্দ্বীপের আশপাশে ভূমি বেড়েছে ৪৭৫ বর্গকিলোমিটার ◈ আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ◈ আশুগঞ্জের ‍তরুণ রাশিয়ার হয়ে যুদ্ধে, খবর এলো মৃত্যুর ◈ ৬ মাসের শিশু রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ◈ অনার্স পড়ুয়া ভাগ্নের প্রেমে পালালেন মামি, সন্তান ও স্বর্ণালঙ্কারসহ উধাও ◈ যুক্তরাষ্ট্রে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল, এআই নিরীক্ষায় ভারতীয় ও বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ◈ শনিবার থেকে গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল ◈ আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কক্সবাজার-মহেশখালী নৌ রুটে সী ট্রাক চালু: পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৫, ০৪:২৬ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিএসএল  খেল‌তে রিশাদ হো‌সেন্ এখন পা‌কিস্তা‌নে, বাংলায় বরণ করে নিলেন শা‌হিন আফ্রিদিরা

স্পোর্টস ডেস্ক ; বাংলা‌দে‌শের লেগ স্পিনার রিশাদ হো‌সেন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে দেশটিতে পৌঁছেছেন। লাহোর কালান্দার্সের হয়ে এবারের পিএসএলে মাঠ মাতাবেন তিনি।

তরুণ এই লেগিকে বরণ করে নিয়েছে লাহোর কালান্দার্স। বুধবার (৯ এপ্রিল) দুপুরে বরণ করে নেয়ার সেই ভিডিও ক্লিপটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে শেয়ার করেন রিশাদ।

ভিডিওতে দেখা গেছে, লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি আর স্বত্বাধিকারী সামিন রানা মিলে তাকে বরণ করছেন। সেখানে ছিলেন আরেক অভিজ্ঞ ‘কালান্দার’ সিকান্দার রাজাও। সিকান্দারই মূলত তাকে বরণ করে নেয়ার কাজটা করেছেন।

রিশাদ তার রুমের দরজা খুলতেই এই তিনজনকে দেখতে পান। সিকান্দার রাজা ভাঙা ভাঙা বাংলায় তাকে জিজ্ঞেস করেন, ‘তুমি মার (আমার) বন্ধু হবে? শাহিন ভাইয়ের? জবাবে রিশাদ বাংলাতেই বলেন, হ্যাঁ হব।
এরপর সামিন রানার সঙ্গে পরিচয় হয় রিশাদের। তার সঙ্গে অবশ্য উর্দুতেই কথা বলেন সামিন। জিজ্ঞেস করেন, ‘উর্দু বলতে পারো তো?’ জবাবে বাংলাদেশি লেগ স্পিনার হ্যাঁ সূচক উত্তর দেন। তারপর লাহোরের স্বত্বাধিকারী ও টিম ডিরেক্টর সামিন বলেন, তাহলে তো খুব মজা হবে!

রিশাদের শেয়ার করা ক্লিপটির মূল ভিডিওটি লাহোরের ফেসবুক পেজেও দেখা গেছে। সেখানে দেখা যায় তিনি ছাড়াও ডেভিড ভিসা, স্যাম বিলিংস, কুশল পেরেরাদেরও বরণ করে নিয়েছে লাহোর।

আগামী ১১ এপ্রিল টুর্নামেন্টের প্রথম ম্যাচেই লাহোর মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেডের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়