শিরোনাম
◈ ‘রাইজ ইন রেড’ কর্মসূচি নিয়ে আবারও রাস্তায় পলিটেকনিক শিক্ষার্থীরা ◈ ‘করোনাভাইরাস চীনের ল্যাবে তৈরি’ বলছে হোয়াইট হাউসের নতুন ওয়েবসাইট  ◈ বাংলাদেশ থেকে চলতি বছর হজে যাবেন ৮৭ হাজার জন, নেওয়া হচ্ছে যেসব ব্যবস্থা ◈ একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসাতে গণ-অভ্যুত্থান হয়নি: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ দেশের ৯ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝোড়ো বৃষ্টি হতে পারে ◈ ঢাকা বায়ুদূষণের শীর্ষে, যেসব পরামর্শ বিশেষজ্ঞদের ◈ ইন্টারপোলে হাসিনা-কাদেরসহ ১২ জনের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির আবেদন ◈ রাখাইনের গেরিলা কমান্ডার থেকে আঞ্চলিক শক্তি: তোয়ান মারত নাইংয়ের উত্থানের গল্প ◈ ইউক্রেন শান্তিচুক্তি নিয়ে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের: ‘অগ্রগতি না হলে সরে আসবে যুক্তরাষ্ট্র’ ◈ ১৪ ঘণ্টা পর ড্রেনে পড়ে যাওয়া নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৫, ১১:২৪ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

ইসরা‌য়ে‌লে সাবেক তারকা ফুটবলা‌রের বাসায় গ্রেনেড হামলা

স্পোর্টস ডেস্ক ; ইসরা‌য়েল ও ফি‌লি‌স্তি‌নের ম‌ধ্যে চল‌ছে যুদ্ধ,  এর ম‌ধ্যেই ইসরায়েলের সাবেক ফুটবল তারকা এবং লিভারপুলের সাবেক মিডফিল্ডার ইয়োসি বেনায়ুন নিজের বাসায় গ্রেনেড হামলা হ‌য়ে‌ছে। 

গত রোববার রাতে তেল আবিবের কাছাকাছি রামাত হাশারুন এলাকায় অবস্থিত তার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। সৌভাগ্যবশত, তিনি ও তার পরিবারের কেউ এতে হতাহত হননি। দ্য টেলিগ্রাফ

ঘটনার সময় ৪৪ বছর বয়সী বেনায়ুন পরিবারের সঙ্গে বাসায় অবস্থান করছিলেন। হঠাৎ একটি মোটরসাইকেলে করে এসে এক ব্যক্তি তার বাসার দরজা লক্ষ্য করে গ্রেনেড ছুড়ে পালিয়ে যায়। রাত প্রায় ১১টার দিকে ঘটনার পর বিস্ফোরণে বাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রথমে বিস্ফোরণকে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ভেবে ভুল করেন বেনায়ুন। তিনি বলেন, এটা অবশ্যই একটি ভুল।গ্রেনেডটি আমার বাসা লক্ষ্য করে ছোড়া হয়নি, এতে আমার কোনো সন্দেহ নেই। প্রথমে ভেবেছিলাম গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে, তাই ফায়ার সার্ভিসে খবর দিই। পরে পুলিশ এসে গ্রেনেডের ধ্বংসাবশেষ খুঁজে পায়।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, গ্লিলোত স্টেশনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন। এখনো পর্যন্ত হামলাকারীকে শনাক্ত করা সম্ভব হয়নি।

ইসরায়েলের হয়ে ১০১টি আন্তর্জাতিক ম্যাচ খেলা বেনায়ুন ওয়েস্ট হামের হয়ে এফএ কাপ রানার্সআপ হন এবং চেলসির হয়ে ইউরোপা লিগ শিরোপা জেতেন। লিভারপুল, চেলসি ও আর্সেনালের মতো ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবে দীর্ঘ ৯ বছর কাটানো এই  মিডফিল্ডার ২০১৩–১৪ মৌসুমে কুইন্স পার্ক রেঞ্জার্সের হয়ে ক্যারিয়ার শেষ করেন। জাতীয় দলের হয়ে তার গোলসংখ্যা ২৪।

  • সর্বশেষ
  • জনপ্রিয়