শিরোনাম
◈ আফগান নারীদের ক্রিকেটে ফেরাতে আইসিসি, বি‌সি‌সিআই, ই‌সি‌বি ও সিএ আ‌র্থিক সহায়তা দি‌বে ◈ উচ্চ বেতনের প্রলোভনে নারীদের পাচার: ঢাকায় সক্রিয় নারী পাচারকারী চক্রের ভয়ংকর সিন্ডিকেট ◈ চীনের পণ্যে ২৪৫% শুল্ক, ৩০ দূতাবাস বন্ধের ভাবনা—ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘিরে উত্তেজনা ◈ আওয়ামী লীগে সাকিবের যোগদান ‘নৈতিক বিপর্যয়’ ও ‘ব্যক্তিগত লোভের প্রতিফলন’ : প্রেস সচিব শফিকুল আলম ◈ অন্তর্বর্তী সরকারের লম্বা সময় ক্ষমতায় থাকা কি সম্ভব? ◈ ইতিহাস মোছা যাবে না, মুজিবনগর সরকারের নাম থাকবে আগের মতোই: মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ◈ ‘কাফির’-এ ধর্ষণের দৃশ্যের পর বমি করেছিলেন দিয়া মির্জা, জানালেন মানসিক ধাক্কার কথা ◈ ড. ইউনূস নিয়ে যা লিখেছেন হিলারি ক্লিনটন ◈ ফ্রিজ করা অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলনের সুযোগ দেওয়ায় প্রিমিয়ার ব্যাংকে কোটি টাকার জরিমানা ◈ বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিব বৈঠক, কীভাবে সম্পর্ক এগিয়ে নিতে চায় দুই দেশ?

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৫, ১২:৫৩ রাত
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হারের বৃত্তে বন্দি হয়ে আছে চেন্নাই সুপার কিংস, হেরেছে ১৮ রানের ব্যবধানে

আইপিএলে হারের বৃত্তে বন্দি হয়ে আছে চেন্নাই সুপার কিংস। কিছুতেই যেন জয়ের দেখা পাচ্ছে না দলটি। সবশেষ পাঞ্জাব কিংসের বিপক্ষে হেরে হারের হালি পূর্ণ করেছে চেন্নাই। ব্যাট হাতে ঝড় তুলেও দলকে বাঁচাতে পারেননি ধোনি। চেন্নাই ২১৯ রান তাড়া করতে নেমে হেরেছে ১৮ রানের ব্যবধানে।

এ হারে পাঁচ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের ৯ নম্বরে অবস্থান করছে তারা। তাদের নিচে কেবল সানরাইজার্স হায়দরাবাদ। অন্যদিকে ৪ ম্যাচে  ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ৪ নম্বরে পাঞ্জাব। সবার ওপরে দিল্লি। ৩ ম্যাচে ৬ পয়েন্ট দলটির।

এদিন হারের গল্প পাল্টাতে নেমে বোলিংটা ভালো হয়নি চেন্নাইয়ের। চেন্নাইয়ের বোলাররা নিয়মিত বিরতিতে উইকেটের দেখা পেলেও পাঞ্জাবকে একাই টেনেছেন ওপেনার প্রিয়ানশ আরিয়া। ৪২ বলে ৯ ছক্কা ও ৭ চারে ১০৩ রান এসেছে এই ব্যাটারের ব্যাট থেকে। শেষ দিকে ৩৬ বলে ৫২ রানের ইনিংস খেলেছেন শশাঙ্ক সিং। আর তাতেই নির্ধারিত ওভারে ৬ উইকেট খরচায় দলটির স্কোর ২১৯।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মন্দ হয়নি চেন্নাইয়ের। ওপেনার রাচিন রবিন্দ্র ২৩ বলে ৩৬ রান করে সাজঘরে ফিরলেও ভাঙে ৬১ রানের জুটি। এরপর ডেভন কনওয়ে ফেরেন ৪৯ বলে ৬৯ রান করে। এরপর শিভাম ডুবে ২৭ বলে ৪২ রান করে দলকে ম্যাচে রাখেন।

পরে ব্যাট হাতে ঝড় তুলেন ধোনি। ১২ বলে ৩ ছক্কা ও ১ চারে ২৭ রান আসে তার ব্যাট থেকে। তবে তাতে শেষ রক্ষা হয়নি। শেষ দিকে বলের সঙ্গে রানের ব্যবধান অনেক বেড়ে যাওয়ায় সেই ব্যবধান আর ঘোচাতে পারেনি চেন্নাই। শেষ পর্যন্ত দলটি তুলতে পেরেছে ৫ উইকেটে ২০১ রান।  

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়