শিরোনাম
◈ সরকারি কর্মকর্তাদের জন্য বিদেশ ভ্রমণ নিয়ে নতুন নির্দেশনা ◈ ঢাকা-ওয়াশিংটন অগ্রাধিকারের মাঝে দুই দেশের মিল খুঁজে বের করবে  ◈ দুবাইতে দুই ভারতীয়কে তলোয়ার দিয়ে কুপিয়ে খুন, অভিযোগ পাকিস্তানির বিরুদ্ধে ◈ ডলারকে ছাড়িয়ে বিশ্বের শক্তিশালী মুদ্রা এখন রুশ রুবল ◈ অমিত শাহকে নিয়ন্ত্রণ করুন, মোদীকে অনুরোধ মমতার! টানলেন বাংলাদেশের প্রসঙ্গ: আনন্দবাজারের রিপোর্ট ◈ ভোরের কাগজের সরকারি মিডিয়া তালিকাভুক্তি বাতিল ◈ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ঢাকা পলিটেকনিকের অধ্যক্ষকে বদলি, দায়িত্বে শাহেলা পারভীন ◈ দেশের ৬ জেলায় বজ্রপাত, প্রাণ গেল ৭ জনের ◈ ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপি’র সংস্কার কমিশন কমিটির বৈঠক বৃহস্পতিবার ◈ পারমাণবিক বোমার মালিক হওয়া থেকে দূরে নেই ইরান: রাফায়েল গ্রোসি

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২৫, ১০:৪৪ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বাংলা‌দেশ ক্রিকেট  দলের নতুন ফিল্ডিং কোচ নিউ‌জিল‌্যা‌ন্ডের জেমস প্যামেন্ট

নিজস্ব প্রতি‌বেদক ; বাংলা‌দেশ দলের ফিল্ডিং কোচ হিসেবে জেমস প্যামেন্টকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি মাসের শেষে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে প্যামেন্টকে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়। ২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের সঙ্গে থাকবেন এই নিউ জিল্যান্ড কোচ। 

৫৬ বছর বয়সী প্যামেন্ট ইংল্যান্ড থেকে নিউ জিল্যান্ডে গিয়েই ক্রিকেট ক্যারিয়ার গড়েন। প্রথম শ্রেণির ক্রিকেট তিনি খেলেছেন অকল্যান্ডের হয়ে। সম্প্রতি তিনি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সেরসহকারী কোচ হিসেবে কাজ করেছেন। ফ্র্যাঞ্চাইজিটিতে ফিল্ডিং ও রানিং বিটুইন দ্য উইকেটের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া দিতেন তিনি। ২০১৮ সাল থেকে আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়ন দায়িত্বে ছিলেন এই কোচ। 

এছাড়াও নিউ জিল্যান্ডের হাই পারফরম্যান্স কোচ হিসেবে কাজ করেছেন প্যামেন্ট। সেখানে ফিল্ডিং রিসোর্স কোচ ও স্পেশালিস্ট টেকনিক্যাল অ্যাডভাইজার হিসেবে নিউ জিল্যান্ড জাতীয় দল, ‘এ’ দল এবং অনূর্ধ্ব–১৯ দলের সঙ্গে যুক্ত ছিলেন।

নর্দার্ন ডিস্ট্রিক্টস ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন পাঁচ বছর। এছাড়া ২০১১ সালে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে ছিলেন নিউ জিল্যান্ড দলের সহকারী কোচ। স্বল্প সময়ের জন্য তিনি যুক্তরাষ্ট্র জাতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বও পালন করেছেন তিনি। 

বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হওয়া নিয়ে পমেন্ট বলেন, একটি প্রতিভাবান বাংলাদেশ দলের সঙ্গে কাজ করতে পেরে আমি দারুণ রোমাঞ্চিত। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগে খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে যোগ দেওয়ার অপেক্ষায় আছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়