শিরোনাম
◈ ডিআইজি ও এসপিসহ ৬ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি ◈ মরক্কোয় ক্রিশ্চিয়ানো রোনালদোর হোটেলে আগুন ◈ নিউজিল্যান্ডের কো‌চের দা‌য়িত্ব ছাড়লেন গ‌্যা‌রি স্টেড ◈ হজ ফ্লাইট শুরুর তারিখ জানাল মন্ত্রণালয় ◈ শেখ হাসিনাকে ফেরানো ও ভারতের ভিসা না দেয়া ইস্যুতে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ আইএমএফ ঋণের শর্ত শিথিলে রাজি নয়, কিস্তি ছাড়ে অনিশ্চয়তা ◈ নববর্ষ ঘিরে নিরাপত্তা 'ঝুঁকি নেই': স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে ইয়ংওয়ান চেয়ারম্যানের সাক্ষাৎ ◈ বাংলাদেশের পোশাকে উচ্চ শুল্ক আরোপ উচিত হয়নি: নোবেলজয়ী অর্থনীতিবিদ পল ক্রুগম্যান ◈ ‘তুরিন আফরোজের ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইল তল্লাশি করে সরকারবিরোধী পরিকল্পনার তথ্য পাওয়া গেছে’ (ভিডিও)

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২৫, ১০:৩৮ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ম্যানচেস্টার ইউনাই‌টে‌ডের বিরু‌দ্ধে ড্র কর‌লো ম‌্যান‌চেস্টার সি‌টি 

স্পোর্টস ডেস্ক ; অ‌নেক লড়াই ক‌রেও জ‌য়ের দেখা পে‌লো না কোনো দলই, ফ‌লে পাঁচ বছর পর গোলশূন্য ড্র হয়েছে ম্যানচেস্টার ডার্বি। ইউনাইটেডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগিতেই সন্তুষ্ট থাকতে হলো পেপ গার্দিওলার দলকে। দুই দলের লড়াইয়ে সবশেষ গোলশূন্য ড্র হয়েছিল ৫ বছর আর ১২ ম্যাচ আগে। ২০২০ সালের করোনাকালীন সময়ে ম্যাচটি হয়েছিল রুদ্ধদ্বার স্টেডিয়ামে। 

রোববার (৬ এপ্রিল) রা‌তে ওল্ড ট্র্যাফোর্ডে প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ডার্বি খ্যাত এ ম্যাচে ক্লান্তিকর ফুটবল খেলেছে উভয় দল।

প্রিমিয়ার লিগের শিরোপার লড়াই থেকে অনেক আগেই ছিটকে পড়েছে দুই দল। তবে ইউনাইটেডের জন্য লড়াইটা মর্যাদার হলেও সিটির জন্য ছিল পয়েন্ট তালিকার শীর্ষ চারে ফেরার।

দুই নগর প্রতিদ্বন্দ্বীর লড়াইকে ঘিরে উত্তেজনা থাকলেও মাঠের লড়াইটা ছিল খুবই সাদামাটা। বল নিয়ে পুরো মাঠ ছুটে চললেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না কোন দলই। ধারহীন আক্রমণে প্রতিপক্ষের গোলরক্ষককে তেমন পরীক্ষায় ফেলতে পারেনি কেউই।

প্রথমার্ধে দুটি দলই গোলের জন্য চারটি করে শট নিলেও লক্ষ্যে রাখতে পেরেছে মাত্র একটি। বিরতির পর কিছুটা গতি বাড়ে সিটির খেলায়। দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যানইউর গোলরক্ষকের কল্যানে জালের দেখা পায়নি মার্মাউশের ফ্রি-কিক।

ম্যাচের ৭৭তম মিনিটে ইউনাইটেডের ডিফেন্ডার নুসাইয়ের জোড়ালো শট রুখে দেন এডারসন। শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়ে দু’দল।

মৌসুম শেষে সিটি ছাড়ার ঘোষণা দেয়া কেভিন ডি ব্রুইনাকেও শেষ ম্যানচেস্টার ডার্বিতে অম্লমধুর অভিজ্ঞতা নিয়ে মাঠ ছাড়তে হলো। আর রুবেন আমোরিম এই মৌসুমে গার্দিওলার বিপক্ষে তিন ম্যাচেই অপরাজিত রইলেন। দুবার ইউনাইটেড ও একবার স্পোর্টিং লিসবনের কোচ হিসেবে।

উল্লেখ্য, ৩১ ম্যাচে ১৫ জয় ও ৭ ড্রয়ে ৫২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ম্যানচেস্টার সিটি। তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে চার নম্বরে চেলসি। সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তালিকার ১৩ নম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়